শিরোনাম
জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল: নিষেধাজ্ঞায় না পরতে ভারতীয় নারীদের আগাম সন্তান জন্মদানের হিড়িক সাক্ষাৎকারে ১১টি মিথ্যা তথ্য দিলেন ট্রাম্প ।   সিলেটের বিপক্ষে জিতল খুলনা । সংক্ষিপ্ত ধরনের সংস্কার বাস্তবায়ন হলে এই বছরের ডিসেম্বরে নির্বাচন : প্রধান উপদেষ্টা পটিয়ায় রাস্তার পাশের বিলে হাত-পা বাঁধা লাশ সাতক্ষীরায় বাল্যবিবাহ, অপরাধে জরিমানা ৬০ হাজার   চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লেনদেনের সময় বাড়ালো। দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে বের হচ্ছেন ১৬৮জন বিডিআর সদস্য। সাতক্ষীরায় জালিয়াতি করে ১৮ বছর শিক্ষকতায় বহাল  অবশেষে সাতক্ষীরা সদর হাসপাতালে দৈনিক  ১২৫ টাকার পরিবর্তে ১৭৫ টাকার খাদ্য পথ্য গ্রহণের নির্দেশ 
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন

পটিয়ায় ৩৬ হাজার ইয়াবাসহ আটক ২, জব্দ মাইক্রো

রিপোটারের নাম / ১৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

 

ইমতিয়াজ উদ্দীন, পটিয়া প্রতিনিধি: চট্টগ্রাম-পটিয়া-কক্সবাজার মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে কোটি টাকার ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত বারোটার দিকে গোপন সংবাদে ভিত্তিতে মহাসড়কের পটিয়া কমলমুন্সির হাট এলাকায় বিশেষ চেক পোস্ট বসিয়ে একটি মাইক্রো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬ হাজার পিচ ইয়াবা উদ্ধার, দুই ইয়াবা কারবারিকে আটক ও ইয়াবা সরবরাহের কাজে ব্যবহ্ত মাইক্রো গাড়িটি জব্দ করে গোয়েন্দা পুলিশ।

 

এসময় সাইদুর রহমান নামে আরো একজন পালিয়ে গেছে।

 

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকান্দার পাড়ার নুরুল হোসেনের ছেলে নাছির উদ্দীন (৪৮) ও একই এলাকার নুরুল আমিনের ছেলে রাশিফুল ইসলাম রাহুল (১৯)। তাদের বিরুদ্ধে আজ শনিবার মাদকদ্রব্য আইনে মামলা রজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সূত্রে ইয়াবার বড় চালান পাচার হওয়ার খবর পেয়ে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স উপজেলার কমল মুন্সিরহাট বাজারে পটিয়া-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা গাড়ীর দরজার ভিতর রাখা ৩৬ হাজার পিচ ইয়াবা, ২ আসামিকে আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানিয়েছেন তারা ইয়াবার চালানটি কক্সবাজার থেকে চট্টগ্রামে পৌঁছে দেয়ার দায়িত্ব দিয়েছে।

 

এ ব্যাপারে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ইন্সপেক্টর মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ৩৬ হাজার ইয়াবার চালান আটকের ঘটনায় আর কারা জড়িত আছে তাদের গ্রেফতার করতে আমাদের বিশেষ টিম কাজ করছে। জব্দকৃত ইয়াবা গুলোর বর্তমান বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।


এই ক্যাটাগরির আরো সংবাদ