শিরোনাম
চুয়েটে ইউআরপি বিভাগের “বিদায় ও বরণ” অনুষ্ঠান সম্পন্ন পরিবেশের ভারসাম্য সুরক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় আবুল বারকাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পরিবেশ বিপন্ন হলে মানবাধিকার বিপন্ন হবে : অ্যাটর্নি জেনারেল পোরশা উপজেলার অধিন গাংগুরিয়া থেকে কাদিপুর ১ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা।  ফেনীতে বন্যায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি । ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫২৬ তম সভা অনুষ্ঠিত হয়েছে। নেপালে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ জার্নালিস্ট কনফারেন্স থেকে প্রদত্ত সম্মাননা ক্রেস্ট ও উত্তরনিসমূহ সার্ক জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টারের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর । এইবার প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন : ইসি সানাউল্লাহ এস আলম গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের নামে সিঙ্গাপুরে থাকা ৬৪টি ব্যাংক হিসাব ও ১০ কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

 

পরিবেশের ভারসাম্য সুরক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রিপোটারের নাম / ১২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে Asian Green Bangladesh–এর উদ্যোগে এবং এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন–এর সার্বিক ব্যবস্থাপনায় মাওলানা এস এম নাঈমুল ইসলামের দোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো দেশব্যাপী গাছের চারা রোপণ ও বিনামূল্যে বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন।

 

উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ, ইকুরিয়া এলাকায়। এসময় স্থানীয় পরিবেশপ্রেমী জনগণ, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত রূপ ধারণ করে।

 

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোহেল রানা, যিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে দীর্ঘদিন ধরে সমাজকল্যাণে ভূমিকা রেখে চলেছেন। তিনি বলেন, “পরিবেশ বাঁচাতে আমাদের প্রত্যেককেই দায়িত্বশীল হতে হবে। প্রতিটি গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উপহার।”

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী, প্রতিষ্ঠাতা ও মহাসচিব, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন। তিনি বলেন, “এই কর্মসূচি শুধু বৃক্ষরোপণ নয়, এটি একটি পরিবেশবান্ধব আন্দোলন। পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে আমাদের প্রতিটি মানুষের ভূমিকা প্রয়োজন।”

 

এই সময় এই কর্মসূচি উদ্বোধনের মধ্যে দিয়ে সারাদেশব‍্যাপী বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করার জন্য সংগঠনের সকল শাখা কমিটির নেতৃবৃন্দের প্রতি বিশেষ আহবান জানান – সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেখ মোঃ শহিদুল ইসলাম, পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় নগর বিষয়ক সম্পাদক শেখ আলী আব্বাস,মোঃ মিলন শেখ,মোঃ রায়হান শেখ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

 

এই উদ্যোগের মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ধাপে ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

 

Asian Green Bangladesh ও এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গঠনে আরও বড় পরিসরে কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

পরিশেষে ফলজ বনজ ও ওষধি সহ বিভিন্ন বৃক্ষরোপণ রোপণ ও জনসাধারণের মাঝে বিনামূল্যে গাছের বিতরণ করেন অতিথি বৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ