বাবলু তন্তবায় দীপু , চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দেউন্দি চা বাগানের কৃতি সন্তান সুনীল বিশ্বাস আর নেই। তিনি ঢাকা স্কয়ার হাসপাতালে ডায়াবেটিস জনিত রোগে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়। তিনি তার স্ত্রী ও দু’টি সন্তাকে রেখে গেছে। তিনি প্রতীক থিয়েটার এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। তার মাধ্যমে বিভিন্ন নাট্য অনুষ্ঠান হয়ে থাকে। তিনি দেউন্দি চা বাগানের ব্রজানন্দ বটতলা গুপ্ত বৃন্দাবন ধাম এর দায়িত্বে ছিলেন৷। তার দায়িত্বে অত্র ধামের সকল কার্যসম্পাদন হতো৷ তিনি একাধারে ছিলেন দেউন্দি চা বাগানের একজন সমাজ সেবক, গুরুজন, আদর্শের নৈতিকতার মহা গুরু, তার মাধ্যমে দেউন্দি চা বাগানে চা শ্রমিকদের একজন অভিভাবক এর দায়িত্বে ছিলেন। দেউন্দি চা বাগানের বিভিন্ন সমস্যা সম্মুখীন হলে সমাধান করতো। অত্র চা বাগানে হাজার হাজার ছেলে মেয়েদের নিয়ে নাচ, গান, নৃত্য, নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করতো। ঢাকা সহ বিভিন্ন শিল্পকলা একাডেমির সাথে তিনি পরিচিত ছিলেন। চুনারুঘাট সাহিত্য সংস্কৃতিক পরিষদ থেকে জানা যায় তাঁর মৃত্যুতে হবিগঞ্জ তথা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন এক নিবেদিতপ্রাণ শিল্পসেনানিকে হারালো। তিনি নাটক, সাহিত্য ও সংস্কৃতি চর্চার এক অনন্য সাধক। তাঁর অবদান আমাদের প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। আমরা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সে ক্ষেত্রে দেউন্দি চা বাগানের জন্য শোক প্রবাহ হয়ে দাড়িয়ে আছে। হাজার হাজার মানুষের চোখের জলে ভাসিয়ে দেই শোক সাগরে তার মৃত্যুর মায়াই। তার সমাধিস্থ হয় সন্ধা ৭ ঘটিকার সময়। এতে ব্রজানন্দ বটতলা গুপ্ত বৃন্দাবন ধামে তার আত্মা শান্তির জন্য নিরবতা পালন, ধর্মিও পাঠ, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সমাধিস্থানে উপস্থিত ছিলেন, পাইকপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব ওয়াহেদ আলী মাস্টার, পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মুস্তফা মিয়া, সাহেদ মিয়া, মহেন্দ্র দেবনাথ, সাংবাদিক আবুল কালাম আজাদ, এডভোকেট জোনায়েদ আহমেদ, যুব থিয়েটার ফেডারেশ ও চুনারুঘাট সাহিত্য সংস্কৃতিক পরিষদ সহ আরও অনেকেই।