শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক, চট্টগ্রামে সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখায় ১১তম মৌসুমের তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

বিএনপিতে চাঁদাবাজের ঠাঁই হবে না: হাবিবুল ইসলাম হাবিব 

রিপোটারের নাম / ২৭৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

 

 

জহর হাসান সাগর ,সাতক্ষীরা প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব দলের নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার নির্দেশনা দিয়ে বলেন, কেউ যদি কোন অপকর্ম করে তার দায় দল নেবে না।

 

বিএনপিতে আর কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। কেউ এমন কাজ করলে তাকে দল থেকে বহিষ্কারের নির্দেশনা দেন তিনি।

 

শনিবার দুপুরে সাতক্ষীরার পাটকেলঘাটায় তালা উপজেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

তিনি আরও বলেন, আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ। রাতের ভোট আর বাংলার মাটিতে হবে না। তাই যে কাজ করলে মানুষ ভালোবাসে সেই কাজ করার পরামর্শ দেন তিনি তার নেতা-কর্মীদের।

 

শাকদাহ আজিজ কমিউনিটি’র হলরুমে সভা অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়।

 

এ সময় উপস্থিত বক্তব্য রাখেন, তালা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, সাতক্ষীরা জজ কোর্টের জিপি অসিম কুমার, হাফিজুর রহমান হাফিজ, অধ্যাপক মোশাররফ হোসেন, হাসিবুর রহমান, কৃষকদল নেতা আলী হোসেন, এপিপি আরিফুর রহমান আলো, এড: শাহরিয়ার হাসিব।

 

আরোও উপস্থিত ছিলেন, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান, সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাঈদ, আনিছুজ্জামান আনিস, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক গাজী আল মুহিদ, যুবনেতা সরজিৎ কুমার সরকার, শাহিন হোসেন, মেহেদী হাসান, মেহেদী হোসেন, নুর আহমদ, সফিকুল ইসলাম, সেলিম , সবুজ, জাকির, সাবেক ছাত্রনেতা খান নাজমুল হুসাইন, ছাত্রনেতা হাফিজুর, রিজভী, ফারুক, সালাম, মনিরুল, জর্জ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ