শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক, চট্টগ্রামে সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখায় ১১তম মৌসুমের তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন

মনোহরদীতে জামায়াতের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত

রিপোটারের নাম / ১৯৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী :  বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলার মনোহরদী উপজেলা (দক্ষিণ) থানা শাখার উদ্যোগে ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে এক বর্ধিত সম্মেলন আজ শনিবার সকাল ০৬টায় মনোহরদী বাসস্ট্যান্ড জামায়াত অফিসে অনুষ্ঠিত হয়।

মনোহরদী (দক্ষিণ) সেক্রেটারী মোঃ তাজুল ইসলাম শাহিনের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন মনোহরদী (দক্ষিণ) জামায়াতের আমির মাওলানা মোঃ সানাইল্লাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, “মুতার যুদ্ধ আমাদের আদর্শিক সংগ্রামের অফুরন্ত অনুপ্রেরণা। মাত্র তিন হাজার সাহসী মুসলমান বিশাল শত্রুবাহিনীর মুখোমুখি হয়ে যে বীরত্ব প্রদর্শন করেছে, তা ইতিহাসে বিরল। হযরত খালিদ বিন ওয়ালিদ (রা.)-এর নেতৃত্ব ছিলো সেই যুদ্ধে বিজয়ের চাবিকাঠি।”

বিশেষ অতিথির বক্তব্যে মনোহরদী (উত্তর) জামায়াতের আমির মোঃ ইকবাল হোসাইন বলেন, “আল্লাহর রাস্তায় আত্মোৎসর্গের অন্যতম মাধ্যম হচ্ছে সম্পদ। সম্পদ ব্যয় না করে শুধু আত্মদানের কথা বললে তা পূর্ণতা পায় না। মহান আল্লাহ প্রথমেই সম্পদ ব্যয়ের কথা বলেছেন, পরে জীবনের।”

সম্মেলনের সভাপতি মাওলানা সানাইল্লাহ বলেন, “একটি সংগঠন তখনই শক্তিশালী হয়, যখন তা আনুগত্যের ভিত্তিতে পরিচালিত হয়। নেতৃত্বের নির্দেশ পালনে সেনাবাহিনীর মত শৃঙ্খলা ও নিষ্ঠা থাকতে হয়।”

এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি ও মনোহরদী পৌরসভা জামায়াতের আমির মোঃ আসাদুজ্জামান নূর এবং মনোহরদী উপজেলা দক্ষিণ বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম।

সম্মেলনে ওয়ার্ড পর্যায়ের শতাধিক সভাপতি-সেক্রেটারী অংশগ্রহণ করেন। বক্তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিতে বদ্ধপরিকর থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ