শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক, চট্টগ্রামে সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখায় ১১তম মৌসুমের তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন

মনোহরদী (উত্তর) জামায়াতের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত

রিপোটারের নাম / ২২৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী : বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলার মনোহরদী উপজেলা (উত্তর) সাংগঠনিক থানা শাখার উদ্যোগে ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে এক বর্ধিত সম্মেলন আজ (১২ এপ্রিল) সোমবার উপজেলার সাগরদী এল কে উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিকাল ৩:৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।

 

মনোহরদী (উত্তর) সেক্রেটারী মাওলানা মনির উদ্দিন আল-আজহারীর সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন মনোহরদী (উত্তর) জামায়াতের আমির মাওলানা মোঃ ইকবাল হোসাইন।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মনোহরদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, “আদর্শিক নেতৃত্ব গড়ে তুলতে হলে তৃণমূলের প্রতিটি কর্মীকে সচেতন ও দক্ষ করে গড়ে তুলতে হবে। যারা মানুষের পাশে থাকে, তারাই সংগঠনের প্রকৃত প্রাণ। রাজপথের সংগ্রামে ও মূল্যবোধের প্রচারে সবাইকে এক কাতারে আসতে হবে।”

 

বিশেষ অতিথির বক্তব্যে মনোহরদী (উত্তর) জামায়াতের সহকারী আমির মাওলানা মো: সানাউল্লাহ বলেন, “সাংগঠনিক কাঠামো শুধু নামের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, কার্যক্রমের মাধ্যমে তার প্রাণপ্রবাহ জারি রাখতে হবে। ওয়ার্ড ভিত্তিক কার্যক্রমের মধ্যেই ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হয়।”

 

সম্মেলনের সভাপতি মাওলানা ইকবাল হোসাইন বলেন, “আমরা যদি সময়ের গুরুত্ব না বুঝি, তাহলে দাওয়াহর কাজ থমকে যাবে। সময়ের কাজ সময়ে করতে না পারলে নেতৃত্বের উপর আস্থা নষ্ট হয়। আজকের সম্মেলন আমাদের নতুন দায়িত্বের কথা মনে করিয়ে দিল।”

 

সম্মেলনে মনোহরদী উত্তরের ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিগণসহ ইউনিয়ন দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ