শিরোনাম
সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ । বাক প্রতিবন্ধী ও হিজড়া জনগোষ্ঠীসহ শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন ইউএনও ডিপ্লোমেসি চাকমার মুসাব্বির কে হত্যা করায় জামালপুর জেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল  চন্দনাইশ কার-মাইক্রো ও হাইচ শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মো. তৌহিদ, সাধারণ সম্পাদক মো. সবুজ রাজশাহীতে বিজিবি ১ এর শীত বস্ত্র বিতরণ ৫৪ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা চ্যাম্পিয়ন ইসলামী আদর্শ বিদ্যানিকেতন এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সাতছড়ি চা বাগানে অসহায় চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ আজ ১লা জানুয়ারি দৈনিক ঐশী বাংলা পত্রিকার বার্তা প্রধান মো. মিজান হাওলাদারের ২৭তম জন্মদিন 
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

মনোহরদী প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

রিপোটারের নাম / ৪৮৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

 

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: গাজীপুরে নির্মমভাবে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নিশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মনোহরদী প্রেসক্লাবের উদ্যোগে আজ শনিবার মনোহরদী বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান নূর, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন খানসহ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা শুধু একজন সাংবাদিকের উপর নয়—পুরো সাংবাদিক সমাজের উপর নৃশংস আঘাত।

 

মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান নূর বলেন, আমরা সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা জানাই। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার চাই।

 

প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন খান বলেন, এটি কোনো সাধারণ অপরাধ নয়—এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিককে জীবন দিতে হয়েছে, যা কখনোই মেনে নেওয়া যায় না। সরকারের কাছে জোর দাবি জানাই—দ্রুত বিচার আইন ট্রাইব্যুনালে এ মামলাটি পাঠানো হোক।

 

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠ রোধের চেষ্টা যারা করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ