মো: রেজাউল মোস্তফা : ব্যাংক রক্তদানের কার্যক্রম ও সচেতনতা বার্তা সারাদেশে ছড়িয়ে দিতে ও দেশের মানুষকে রক্ত দানে উদ্বুদ্ধ করতে আগামী ০১-০৫-২০২৫ ইং বৃহস্পতিবার শ্রমিক দিবস উপলক্ষে কর্ণেল হাট ফুট ওভার ব্রিজ নিচে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টার এর আয়োজনে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সার্বিক সহযোগিতায় শ্রমজীবী, পথচারী ও সাধারণ মানুষদের জন্য বিনামূল্যে ব্লাড গ্রুপ ও ব্লাড প্রেসার নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। সকাল ১০:০০ থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত ক্যাম্পেইন চালু থাকবে। এই ক্যাম্পেইনে সকলকে উপস্থিত থাকার অনুরোধ করেছেন আয়োজক কর্তৃপক্ষ।