শিরোনাম
রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ । বাক প্রতিবন্ধী ও হিজড়া জনগোষ্ঠীসহ শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন ইউএনও ডিপ্লোমেসি চাকমার মুসাব্বির কে হত্যা করায় জামালপুর জেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল  চন্দনাইশ কার-মাইক্রো ও হাইচ শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মো. তৌহিদ, সাধারণ সম্পাদক মো. সবুজ রাজশাহীতে বিজিবি ১ এর শীত বস্ত্র বিতরণ
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের ২৫-২৬  দায়িত্ব পালনকারী কার্যনির্বাহী কমিটি ঘোষণা। 

রিপোটারের নাম / ২৮৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : ২ সেপ্টেম্বর নগরীর সিটি গেইট এলাকায়, গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় ফ্লোরে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের আগস্ট মাসের মাসিক সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

 

মানবতার সেবায় এক ঝাঁক তরুণ স্বপ্নবাজের নিরলস প্রচেষ্টায় গড়ে ওঠা সামজিক সেচ্ছাসেবী ও মানবতার সংগঠন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক আজ একটি আস্থার নাম।রক্তদানের মতো মহৎ কাজকে সামনে রেখে আমরা যাত্রা শুরু করেছিলাম— মানুষের হাসি, বেঁচে থাকার আশা আর একফোঁটা রক্তের বিনিময়ে নতুন জীবন বাঁচানোর প্রত্যয়ে।রক্তের পাশাপাশি সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডকে ছড়িয়ে দেবে আরও বিস্তৃত পরিসরে।

 

মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের (২০২৫-২০২৬) ১ বছর মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে দায়িত্ব পেলেন প্রতিষ্ঠাতা পরিচালক ডা: মেসবাহউদ্দিন তুহিন।প্রতিষ্ঠাতা ও সভাপতি- মো. রেজাউল মোস্তফা। সহ-সভাপতি- মোস্তফা মোর্শেদ শ্রেয়াস। সাংগাঠনিক ডিপার্টমেন্ট প্রধান- মো. নাদিম শেখ। সাংগাঠনিক ডিপার্টমেন্ট সহকারী – ফারিয়া সিদ্দিকা জেবা।অফিস ডিপার্টমেন্ট প্রধান – আরফান হামিম সিয়াম। অফিস ডিপার্টমেন্ট সহকারী -আফসানা রহমান মীম।ব্লাড ডিপার্টমেন্ট প্রধান – মো. রিদোয়ান রনি।ব্লাড ডিপার্টমেন্ট সহকারী – রুবাইয়া সিদ্দিকি।আইসিটি মিডিয়া ডিপার্টমেন্ট প্রধান- ইমতিয়াজ রাফি।আইসিটি মিডিয়া সহকারী – রাকিব আল ইসলাম।

 

প্রতিষ্ঠাতা পরিচালক ডা: মেসবাহউদ্দিন তুহিন নতুন কমিটির সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান, সেই সাথে মানুষের জন্য মানবিক কাজগুলোতে যতটুকু সম্ভব সময় দিতে বলেন সদস্যদের।এবং মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক সবসময় মানবতার কাজে নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন।

 

এবং মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি মো: রেজাউল মোস্তফা বলেন আমাদের নতুন পরিচালনা পর্ষদ এর প্রতি দোয়া, ভালোবাসা আর সহযোগিতা কামনা করছি।চলুন, একসাথে গড়ে তুলি মানবতার সুন্দর আগামী।

উক্ত মাসিক সভায় নতুন সদস্যদের ফরম বিতরণ করা হয় এবং ২৫ জন সদস্যদের উপস্থিতির মধ্যে দিয়ে মাসিক সভা সম্পূর্ণ হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ