শিরোনাম
ছাতকে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১৫ লুটপাটে থমথমে পরিবেশ, গ্রেফতার ৬ চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’ চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ক্লাব – পিসিআইইউ আয়োজিত। বোনের হাতে ফোঁটা নিলেন ভারতীয় ওয়েব মুভি “হয়তো তোমারই জন্য” র অভিনেতা ঋজু রায়  চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের স্মরণে ২য় ধাপে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত আলিম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেলেন জামেয়া মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী সৈয়দা শাফেউল মাহশর শেফা সমরকন্দি বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

রাজশাহীতে যাত্রা শুরু করলো প্লেল্যান্ড

রিপোটারের নাম / ১৩৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

 

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী জেলা প্রতিনিধি : আাগামী ৪/৪/২০২৫ রাজশাহীতে শুভ উদ্ভোদন হতে যাচ্ছে, প্লেল্যান্ড। রাজশাহীতে যাত্রা শুরু করলো দেশের প্রথম মাল্টিস্পোর্ট গেম জোন ‘প্লে ল্যান্ড’। যা রাজশাহীবাসীর জন্য উন্মোচিত করলো এক নতুন দিগন্ত। রাজশাহী নগরীর নাদের হাজির মোড়, নিউ বাইপাস রোডে যাত্রা শুরু করতে যাচ্ছে দেশের প্রথম মাল্টিস্পোর্ট গেম জোন ‘প্লে ল্যান্ড’।

 

৪ এপ্রিল, ২০২৫ তারিখে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে। খেলাধুলা আর নির্মল বিনোদনের এক অসাধারণ মেলবন্ধনের প্রতিশ্রুতি নিয়ে এসেছে এই আধুনিক স্পোর্টস হাবটি, যেখানে একই ছাদের নিচে উপভোগ করা যাবে বিভিন্ন ধরণের খেলাধুলা ও আড্ডা।

রাজশাহীর ক্রীড়াপ্রেমীদের জন্য ‘প্লে ল্যান্ড’ যেন এক নতুন বার্তা নিয়ে এলো। যারা শারীরিক কার্যকলাপ ও খেলাধুলাকে ভালোবাসেন, আবার বন্ধুদের সাথে আনন্দের সময় কাটাতে চান, তাদের জন্য এটি হতে যাচ্ছে এক অসাধারণ ঠিকানা।

বাংলাদেশে প্রথমবারের মতো পিকেলবলের উন্মাদনা: ফুটবল, ব্যাডমিন্টন, সার্কেল ক্রিকেটের পাশাপাশি ‘প্লে ল্যান্ড’ এনেছে বাংলাদেশে প্রথমবারের মতো পিকেলবলের সুযোগ! বিশ্বজুড়ে দ্রুত জনপ্রিয়তা লাভ করা এই খেলাটি এখন রাজশাহীর ক্রীড়াপ্রেমী মানুষের হাতের নাগালে। নতুন এই খেলাটি নিঃসন্দেহে রাজশাহীর তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে যাচ্ছে এবং একটি নতুন ক্রীড়া সংস্কৃতির জন্ম দেবে।

ইনডোর স্পোর্টস ও বোর্ড গেমসের অফুরন্ত ভান্ডার: শুধু মাঠের খেলাই নয়, ‘প্লে ল্যান্ড’-এ রয়েছে বিভিন্ন ধরণের আকর্ষণীয় ইনডোর স্পোর্টস ও বোর্ড গেমসের বিশাল সম্ভার। বন্ধুদের সাথে তুমুল আড্ডার মাঝে মেতে ওঠা যাবে উনো, চেস, ক্যারাম, লুডো, ফুসবল টেবিল গেম, স্লিং-পাকের মতো জনপ্রিয় সব গেমে। এছাড়াও রয়েছে সাব-সকার ও আর্কেড বাস্কেটবলের মতো আধুনিক গেমস, যা গেমপ্রেমীদের দেবে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। ছেলেরা যেখানে ফুটবল টার্ফ এ মেতে উঠবে, সেখানে মেয়েরা বিভিন্ন বোর্ড গেম নিয়ে হাসি-ঠাট্টায় মশগুল হতে পারবে, আবার একসাথে সবাই ভাগাভাগি করে নিতে পারবে একে অপরের খেলার আনন্দ।

‘ডাইস & ডাইন’: খেলার ফাঁকে মুখরোচক আহার: খেলার ক্লান্তি আর পেটের ক্ষুধা নিবারণের জন্য ‘প্লে ল্যান্ড’ নিয়ে এসেছে ‘ডাইস & ডাইন’ নামের একটি বিশেষ স্ন্যাকস কর্নার। এখানে পাওয়া যাবে মজাদার চা, সুস্বাদু সিঙ্গারা, ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাইসহ বিভিন্ন মুখরোচক খাবার আইটেম এবং ঠান্ডা পানীয়। তাই খেলার ফাঁকে একটু বিশ্রাম আর হালকা খাবার মনকে করে তুলবে আরও চাঙ্গা। অনেক সুন্দর একটা পরিবেশে, এরকম একটা প্লেল্যান্ড পাওয়া রাজশাহী বাসীর জন্য অনেক, অনেক আনন্দের বিষয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ