শিরোনাম
শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন জুলাই স্মৃতি স্তম্ভ হচ্ছে রাজশাহীতে  ‘অদম্য ইচ্ছায় আশা পূরণ সামিয়ার’ এবার স্বপ্ন জয়ে সারথি হয়েছে সিআরএ জাতীয় সমাবেশ উপলক্ষে ছাতকে জামায়াতে ইসলামীর মিছিল প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ  পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার উদ্দেশ্যে এনসিপি নেতাদের ওপর হামলা চালিয়েছে : বিএনপি  গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবহিনী। মৃত্যুর আগে চট্টগ্রাম ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাস -চলে আসুন ষোলশহর। তালায় অতি বৃষ্টিতে ডুবছে ফসল-ঘের, প্রতি বর্ষায় একই দুর্ভোগ
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

শহীদ জামালের বাড়িতে ঈদ উপহার নিয়ে ছুঁটে গেল ইউএনও

রিপোটারের নাম / ১৩১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫

 

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের বাড়িতে জেলা প্রশাসকের ঈদ উপহার নিয়ে ছুঁটে গেল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হাসান। শনিবার সকালে উপজেলার মৌডুবি ইউনিয়নে শহীদ শাহ্ জামাল ভূঁইয়ার পরিবারের হাতে জেলা প্রশাসকের পাঠানো ঈদ উপহার তুলে দেয়া হয়েছে। উপহার পেয়ে খুশি শহীদ শাহ্ জামালের পরিবারের সদস্যরা।

এসময় শহীদ জামালের স্ত্রী, সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বড় বাইশদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাফর উল্যাহ, মৌডুবি ইউনিয়নের ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

উপহার বিতরন শেষে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ শাহ্ জামাল ভূঁইয়ার কবর জিয়ারত করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন ইউএনও।

এ ধরনের উদ্যোগ শহীদ পরিবারের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ বলে মনে করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, আমরা ২০২৪ গণ অভ্যুত্থানে শহীদ শাহ জামাল ভূঁইয়ার পরিবারের সাথে আজকে দেখা করেছি। তাদের পারিবারিক খোঁজখবর নিয়েছি। জেলা প্রশাসক স্যার পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দিয়েছি। এ ছাড়াও শহীদ জামালের পরিবারে আর্থিক কিংবা অন্য কোন সমস্যা রয়েছে কি না এ বিষয়ে কথা বলেছি। তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। সরকারি সহযোগীতা দেয়া অব্যাহত আছে। একই সাথে আগামী দিনে যদি তারা কোন সমস্যায় পড়ে আমাদের সাথে যোগাযোগ রাখবে, আমরা সব সময় তাদের পাশে আছি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ