শিরোনাম
সাংবাদিকদের কাছে আমার কাজের যৌক্তিক সমালোচনা আশা করি: চসিক মেয়র ডা: শাহাদাত হোসেন টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেন ইমরুল । উন্নয়ন কর্মী ইয়াকুবের নদী দখল করে পিলার নির্মান,প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত তালায় ৩ দিন ব্যাপি কৃষি মেলা-২০২৪ এর উদ্বোধন লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে নিহত -৪ বাংলাদেশের সংকটে বারবার কান্ডারীর ভূমিকায় জিয়া পরিবার : মীর হেলাল গাজীপুরা পূর্বপাড়া বাইগারটেক  সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত। পাটগ্রামে আওয়ামী লীগ দুঃশাসনে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গণ মিছিল  সাধক আমিন ভাণ্ডারীর হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন তালায় বিআরডিবির মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণের নামে অর্থ আত্মসাৎতের অভিযোগ
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন

 শেখ হাসিনার দালালদের নিয়ে উপদেষ্টা সভা করায় বৈষম্যবিরোধী নাগরিক সমাজ এর প্রতিবাদ

রিপোটারের নাম / ৭৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

রাঙামাটি প্রতিনিধি :  রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এর সাথে জেলার সুশীল সমাজের প্র্িরতনিধিদের মতবিনিময় সভার নামে স্বৈরাচারী খুনি শেখ হাসিনার দালালদের ঐক্যবদ্ধ করার চেষ্টা বন্ধের আবেদন জানিয়েছেন বৈষম্যবিরোধী নাগরিক সমাজ, রাঙামাটি।

রবিবার ২৫ আগষ্ট-২০২৪ ইংরেজি তারিখ জেলা প্রশাসক, রাঙামাটি পার্বত্য জেলার মাধ্যমে বৈষম্যবিরোধী নাগরিক সমাজ এর সমন্বয়ক মো. আনোয়ার আজিম ও সহ সমন্বয়ক জুঁই চাকমা কর্তৃক স্বাক্ষরিত আন্তর্বর্তীকালিন সরকার এর প্রধান উপদেষ্টা বরাবর প্রেরিত আবেদনপত্রে জানানো হয়, বাংলাদেশে এমন একটি সরকার গত ১৫  বছর ধরে চরম কর্তৃত্ববাদী স্বৈরাশাসন প্রতিষ্ঠা করে ছিলো সেই স্বৈরাচারকে উৎখাত করার জন্য ছাত্র-জনতার আত্মহতি দিতে হয়েছে,  গণঅভ্যুত্থান মধ্যে দিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুছ নেতৃত্বে রাষ্ট্র সংস্কার কাজ চলছে।  রাঙামাটিতে বৈষম্যবিরোধী নাগরিক সমাজ এর সদস্যরা রাষ্ট্র সংস্কার কাজে সক্রিয়ভাবে নিয়োজিত আছেন।

অত্যন্ত দুঃখের বিষয় রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গত ২৪ আগষ্ট-২০২৪ ইংরেজি তারিখে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানীত উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা এর সাথে জেলার সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভার নামে স্বৈরাচারী খুনি শেখ হাসিনার দালাল তথাকথিত সুশীলদের ঐক্যবদ্ধ করে রাঙামাটি জেলা প্রশাসনে পূনঃরায় প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। বৈষম্যবিরোধী নাগরিক সমাজ এর পক্ষ থেকে এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এধরনের ঘটনা বন্ধের জন্য বৈষম্যবিরোধী নাগরিক সমাজ নিয়ম মাফিক আন্তর্বর্তীকালিন সরকার এর প্রধান উপদেষ্টার নিকট লিখিতভাবে আবেদন করেন।

উল্লেখ্য, সূত্র : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ২১ আগস্ট ২০২৪ তারিখের  ২৯.০০, ০০০০, ২০১.১৮, ০০৩, ২৪-০৭ নম্বর স্মারক মূলে জেলা প্রশাসকের কার্যালয়, রাঙামাটি পার্বত্য জেলা (নেজারত শাখা), স্মারক নম্বর : ০৫.৪২.৮৪০০,২০৩,০৪,০০১ ২৮- ৭৫৯, তারিখ: ২২ আগস্ট ২০২৪ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা এর সাথে জেলার সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরে গত ২৪ আগস্ট ২০২৪ তারিখ সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জেলার স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করার জন্য আহবান জানিয়ে রাঙামাটির সাবেক সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাউজানের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ দলীয় সরকারের সময় বিভিন্ন মেয়াদে বিভিন্ন কমিটি-সমিতির লাভজনক দায়িত্ব পালনকারী এবং আওয়ামীলীগ পন্থিদের তথাকথিত রাঙামাটি জেলার সুশীল সমাজের প্রতিনিধিদের উক্ত সভায় ডাকা হয়।

আওয়ামীপন্থি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের এধরনের জঘন্য-হীন চক্রান্ত রাঙামাটিতে বৈষম্যবিরোধী নাগরিক সমাজ ও ছাত্র-জনতা মেনে নিবেনা বলে আন্তর্বর্তীকালিন সরকার এর প্রধান উপদেষ্টার নিকট সাফ জানিয়ে দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ