শিরোনাম
ছাতকে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১৫ লুটপাটে থমথমে পরিবেশ, গ্রেফতার ৬ চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’ চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ক্লাব – পিসিআইইউ আয়োজিত। বোনের হাতে ফোঁটা নিলেন ভারতীয় ওয়েব মুভি “হয়তো তোমারই জন্য” র অভিনেতা ঋজু রায়  চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের স্মরণে ২য় ধাপে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত আলিম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেলেন জামেয়া মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী সৈয়দা শাফেউল মাহশর শেফা সমরকন্দি বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন

শোকের ছায়া নেমে এসেছে রেজোয়ানের বাড়ীতে 

রিপোটারের নাম / ১৭২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

 

 

মো: গোলাম কিবরিয়া ,রাজশাহী জেলা প্রতিনিধি : একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে, রেজওয়ানের বাড়ীতে শোকের ছায়া নেমে এসেছে। আজ সরেজমিনে আমি কথা বলেছি, রেজওয়ানের মায়ের সাথে। কিছুতেই কান্না যেন থাৃছে না অনেক স্বপ্ন ছিল এই রেজোয়ান কে নিয়ে তার বাবা, মায়ের। সবই কিছুই আজ শেষ হয়ে গেছে। আর বলার মতো কিছু নাই । রেজোয়ানের মায়ের একটাই কথা, আমার সন্তানের হত্যা কারীদের দ্রুত ফাঁসি চাই। এলাকাবাসীর ও একটাই দাবী আসামীদের ফাঁসি চাই।

 

রেজোয়ানের বাবা রাজশাহী সদর হাসপাতালের মর্গে গিয়েছেন, সন্তানের লাশ নিয়ে আসার জন্য। এ এক মর্মান্তিক দৃশ্য। আকাশ, বাতাস যেন ভারি ভারি হয়ে আসছে। রোযার কারণ স্কুল ছুটি, তাই বাবার অটো রিকশা শখ করে চালাছিলো, সন্তান রেজোয়ান। কিন্তু বখাটে, সন্ত্রাসীদের হিংস্র থাবায়, শেষ পর্যন্ত প্রাণ দিতে হলো কিশোর রেজোয়ানকে। রেজোয়ান কে পেপসির সাথে অনেক গুলো ঘুমের উষধ খাওয়ে অজ্ঞান করে, সন্ত্রাসীরা সেই অটোরিকশা নিয়ে বিক্রি করে দেয় অন্য জায়গায় আর রেজোয়ানকে ইট দিয়ে মাথা, মুন্ডললে থেতলে দিয়ে মৃত্যু নিশ্চিত করে, একপ্রকার এসিড ঢেলে দিয়ে, পরিত্যক্ত একটা ঘরে রেখে দেয় আসামীরা। যাতে করে পচা গন্ধ না হয়। পুলিশ প্রশাসন ব্যপক অনুসন্ধান ও তদন্তে সকল তথ্য একে একে বেড়িয়ে আসে। আসামীদের গ্রেপ্তার করে রিমান্ডে এনে রেজোয়ানের অর্ধ গলিত লাশ উদ্ধার করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ