শিরোনাম
চুয়েটে ইউআরপি বিভাগের “বিদায় ও বরণ” অনুষ্ঠান সম্পন্ন পরিবেশের ভারসাম্য সুরক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় আবুল বারকাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পরিবেশ বিপন্ন হলে মানবাধিকার বিপন্ন হবে : অ্যাটর্নি জেনারেল পোরশা উপজেলার অধিন গাংগুরিয়া থেকে কাদিপুর ১ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা।  ফেনীতে বন্যায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি । ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫২৬ তম সভা অনুষ্ঠিত হয়েছে। নেপালে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ জার্নালিস্ট কনফারেন্স থেকে প্রদত্ত সম্মাননা ক্রেস্ট ও উত্তরনিসমূহ সার্ক জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টারের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর । এইবার প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন : ইসি সানাউল্লাহ এস আলম গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের নামে সিঙ্গাপুরে থাকা ৬৪টি ব্যাংক হিসাব ও ১০ কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন

 

সচিবালয়ে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী নিহত।

রিপোটারের নাম / ১১৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : মধ্যরাতে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী সোহানুর জামান নয়ন ট্রাকের চাপায় আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে।

 

মধ্যরাতে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী সোহানুর জামান নয়ন ট্রাকের চাপায় আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে।

 

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে আগুনের ঘটনা ঘটে। এরপর সচিবালয় এলাকার ১ নম্বর ফটকের সামনের রাস্তায় ট্রাকটি সোহানুরকে চাপা দেয়। গুরুতর আহত সোহানুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক ছিল। ঘটনাস্থলে থাকা লোকজন ট্রাক এবং ট্রাকের চালককে আটক করে।

 

ফায়ার সার্ভিস পক্ষ থেকে জানানো হয়েছে, সোহানুর জামান ২০২২ সালের ২ অক্টোবর চাকরিতে যোগ দেন। রংপুরের মিঠাপুকুর উপজেলার এই যুবক মূলত বিশ্বনাথ ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন, তবে তিনি তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত ছিলেন। তিনি ছিলেন বাবা-মায়ের একমাত্র ছেলে, তার একটি বোনও রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ