শিরোনাম
সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাইশে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত ছাতক ইসলামিক সোসাইটি ইউকের নবনির্বাচিত নেতৃত্বকে বাংলাদেশ শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। সাতক্ষীরায় বদলি হয়ে আসছেন বিতর্কিত ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, ক্রীড়া অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের আয়োজনে ওয়ায়েজীনদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যবস্থাপনা সম্পাদক হলেন সিনিয়র রিপোর্টার মোঃ শামীম শাহরিয়ার পোরশার সোমনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী(ক.)’র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে বিনামূল্যে খতনা ক্যাম্প
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

রিপোটারের নাম / ২৩৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

 

এইচটি বাংলা অর্থনীতি ডেস্ক : বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ওপর বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

 

বুধবার বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (আইসিটি) বিভাগ থেকে এক চিঠির মাধ্যমে এ সতর্কতা জারি করা হয়।

 

চিঠিতে জানানো হয়েছে, দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (CII), ব্যাংক, আর্থিক খাত, স্বাস্থ্যসেবা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। বিভিন্ন উৎস থেকে এমন আশঙ্কার তথ্য পাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক তাৎক্ষণিকভাবে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

 

চিঠিতে দেশের সব তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের উদ্দেশ্যে মোট ১৪টি নির্দেশনা দেওয়া হয়েছে, যা দ্রুত বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

 

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে

 

সার্ভার ও ডেটাবেইস নিয়মিত হালনাগাদ রাখা

অপ্রয়োজনীয় পোর্ট বন্ধ করা

অনুমতিভিত্তিক এক্সেস নিশ্চিত করা

গুরুত্ব অনুযায়ী নিয়মিত ব্যাকআপ রাখা

৩-২-১ ব্যাকআপ কৌশল অনুসরণ করা

এছাড়া, ডেটা স্থানান্তর, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণে এনক্রিপশন বাধ্যতামূলক করার পাশাপাশি, গুরুত্বপূর্ণ সব সিস্টেমে মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (MFA) চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক সাইবার সিকিউরিটি টুলস ব্যবহার, এন্ডপয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স (EDR), এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যারের হালনাগাদ ও কার্যকারিতা নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

 

 

চিঠিতে আরও বলা হয়েছে, যেকোনও সম্ভাব্য হামলা দ্রুত মোকাবিলায় ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান এবং বিশেষায়িত টিম প্রস্তুত রাখতে হবে। সন্দেহজনক লগইন, ফাইল পরিবর্তন বা এক্সটারনাল সংযোগ মনিটর করে প্রয়োজন হলে তা কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

 

 

রিমোট এক্সেস, VPN এবং প্রিভিলেজড অ্যাকাউন্ট ব্যবস্থাপনায় বাড়তি সতর্কতা অবলম্বনের পাশাপাশি নিয়মিত পর্যালোচনা করার নির্দেশনাও রয়েছে। একই সঙ্গে ২৪ ঘণ্টা নিরাপত্তা মনিটরিং সেন্টার পরিচালনার জন্য পর্যাপ্ত জনবল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

 

সিস্টেমের স্থায়িত্ব ও নিরবচ্ছিন্নতা বজায় রাখতে লোড ব্যালান্সার স্থাপন এবং বিকল্প পরিকল্পনা প্রস্তুতের পাশাপাশি বিজনেস কনটিনিউটি প্ল্যান (BCP) ও ডিজাস্টার রিকভারি প্ল্যান (DRP) হালনাগাদ করে তা বাস্তবায়নের ওপরও জোর দেওয়া হয়েছে।

 

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব পদক্ষেপের মূল লক্ষ্য হলো—সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধ, ক্ষয়ক্ষতি সীমিত করা এবং ঝুঁকি মোকাবেলায় তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা। এখনই যথাযথ পদক্ষেপ না নিলে দেশের আর্থিক খাতে বড় ধরনের বিঘ্ন দেখা দিতে পারে। তাই সময়ক্ষেপণ না করে অবিলম্বে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ