শিরোনাম
আজ ১লা জানুয়ারি দৈনিক ঐশী বাংলা পত্রিকার বার্তা প্রধান মো. মিজান হাওলাদারের ২৭তম জন্মদিন  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। গাজীপুর–৩ আসনে ইসলামী ঐক্যজোটের এমপি প্রার্থী মুফতি শামীম সাহেব কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সন্ধ্যাকালীন আড্ডা অনুষ্ঠিত নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক, চট্টগ্রামে সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখায় ১১তম মৌসুমের তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে।
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

২-১ গোলে জিতে শীর্ষে উঠেছে লিভারপুল।

রিপোটারের নাম / ২৮২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : আর্সেনাল-সিটির মতো শনিবার হারের হতাশায় পুড়তে পারত লিভারপুলও। ব্রাইটনের বিপক্ষে এদিন শুরতেই গোল খেয়ে বসেছিল অলরেডসরা।তবে বাকিরা না পারলেও এদিন দারুণ প্রত্যাবর্তনে জয় নিয়েই মাঠ ছেড়েছে মোহাম্মদ সালাহরা।

 

অ্যানফিল্ডে শনিবার প্রিমিয়ার লীগের শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে লিভারপুল।ফের্দি কাদিওলু ব্রাইটনকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান কোডি গাকপো। এরপর নিখুঁত এক ফিনিশে ব্যবধান গড়ে দেন সালাহ।

 

এই জয়ে সিটিকে টপকে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এসেছে আর্নে স্লটের দল

 

এদিন ১৪ তম মিনিটে পিছিয়ে পড়ে লিভারপুল।

একাধিক বিফল আক্রমণের পর বিরতিতে যায় ০–১ গোলে পিছিয়ে থেকে।

 

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল লিভারপুলের হাতেই। বিরতির পর প্রথম ১০ মিনিটে তিনটি ভালো সুযোগ পায় অলরেডসরা। আলেক্সিস মাক আলিস্তেরের হেড ও সালাহর শট ঠেকান ভেরব্রুখেন, আর নুনেস দূরের পোস্টে শট নিতে ব্যর্থ হন।

 

তবে সফলতা আসে দ্রুত। ৬৯ মিনিটে সমতা এনে দেন কোডি গাকপো, এর তিন মিনিট বাদেই প্রতি–আক্রমণ থেকে কোনাকুনি শটে দারুণ এক গোল করে লিভারপুলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ।

 

শেষ পর্যন্ত ২–১ ব্যবধানের স্বস্তি নিয়েই ম্যাচ শেষ করে লিভারপুল। তিন পয়েন্টের এই জয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে স্লটের দল।

 

১০ ম্যাচ খেলে লিভারপুলের পয়েন্ট ২৫। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। নটিংহাম ফরেস্ট ১৯ পয়েন্ট তৃতীয় এবং আর্সেনাল ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে


এই ক্যাটাগরির আরো সংবাদ