শিরোনাম
সাংবাদিকদের কাছে আমার কাজের যৌক্তিক সমালোচনা আশা করি: চসিক মেয়র ডা: শাহাদাত হোসেন টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেন ইমরুল । উন্নয়ন কর্মী ইয়াকুবের নদী দখল করে পিলার নির্মান,প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত তালায় ৩ দিন ব্যাপি কৃষি মেলা-২০২৪ এর উদ্বোধন লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে নিহত -৪ বাংলাদেশের সংকটে বারবার কান্ডারীর ভূমিকায় জিয়া পরিবার : মীর হেলাল গাজীপুরা পূর্বপাড়া বাইগারটেক  সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত। পাটগ্রামে আওয়ামী লীগ দুঃশাসনে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গণ মিছিল  সাধক আমিন ভাণ্ডারীর হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন তালায় বিআরডিবির মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণের নামে অর্থ আত্মসাৎতের অভিযোগ
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন

চন্দনাইশে প্রশাসনের আয়োজনে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় ও প্রস্তুতিসভায় হাতা-হাতি

রিপোটারের নাম / ২০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইন-শৃংখলা, মতবিনিময় ও প্রস্তুতিমুলক সভায় পূজা উৎযাপন পরিষদের পাল্টাপাল্টি দুই কমিটির মধ্যে উত্তেজনা ও হাতা-হাতির ঘটনা ঘটে। ৯ অক্টোবর দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সদরস্থ কাশেম-মাহাবুব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। সভার শুরুর মধ্যে উপজেলা পুজা উৎযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্য সচিব কৃঞ্চ চক্রবর্তী বক্তব্যে পাল্টা কমিটির সদস্যদের চেয়ার দেয়ার প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়।

এক পর্যায়ে হাতাহতির ঘটনা ও হট্টোগোল সৃষ্টি হয়। উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, থানা অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, চেয়ারম্যান যথাক্রমে আমিন আহমদ চৌধুরী রোকন, এড. খোরশেদ বিন ইসহাক, এসএম সায়েম, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা পূজা উৎযাপন পরিষদের আহবায়ক কমিটির আহবায়ক প্রধান শিক্ষক বিঞ্চু যশা চক্রবর্তী, সদস্য সচিব কৃঞ্চ চক্রবর্তী, অপর কমিটির সভাপতি অলক কুমার দে, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দে প্রমুখ। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম বলেছেন, মতবিনিময় সভা চলাকালে বাহির থেকে একজন লোক প্রবেশ করার পর চেয়ার দেয়াকে নিয়ে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় হাতাহাতির ঘটনাও ঘটে। পরবর্তীতে উপজেলা চেয়ারম্যানসহ সবার অনুরোধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পরিবেশ স্বাভাবিক হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ