শিরোনাম
বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাইশে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত ছাতক ইসলামিক সোসাইটি ইউকের নবনির্বাচিত নেতৃত্বকে বাংলাদেশ শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। সাতক্ষীরায় বদলি হয়ে আসছেন বিতর্কিত ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, ক্রীড়া অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের আয়োজনে ওয়ায়েজীনদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যবস্থাপনা সম্পাদক হলেন সিনিয়র রিপোর্টার মোঃ শামীম শাহরিয়ার পোরশার সোমনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

ছাতকে শাহপরান সমাজ কল্যাণ সংস্থার সংবর্ধনা অনুষ্ঠিত

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরো চিফঃ / ৫৫৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরো চিফঃ

শাহপরান সমাজ কল্যাণ সংস্থার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল আলম উচ্চশিক্ষা (এমএসসি ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি অর্জনের জন্য ও সদস্য আক্তার হোসেন ওয়ার্ক পারমিটে যুক্তরাজ্য গমন উপলক্ষে শাহপরান সমাজ কল্যাণ সংস্থা আয়োজনে বুধবার (১৫ নভেম্বর) নোয়ারাই ইউনিয়নের চৌমুহনী বাজারে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শাহপরান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও মাষ্টার আনোয়ার হোসেন এর সঞ্চালনায় সূচিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ ক্বারী মোহাম্মদ নুর উদ্দিন, ইসলামী সংগীত পরিবেশন করেন হাফেজ ক্বারী সাইফুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সেক্রেটারি আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক আল আমিন, এবং সেক্রেটারি আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোদাবাড়ি গ্রামের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব অবসরপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল হামিদ তিনি বলেন, এলাকার শিক্ষা, সামাজিক কার্যক্রম, মানিকপুর গোদাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার পেছনে যাদের অবদান রয়েছে তাদের স্মরণ করেন, এই প্রতিষ্ঠানের প্রত্যেকটি ছাত্র ছাত্রী এক একটি আলোকবর্তিকা হয়ে দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলে নিয়োজিত আছেন এবং এলাকার সুনাম বয়ে আনছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন শাহপরান সমাজ কল্যাণ সংস্থা এলাকার যুব তরুনদের মধ্য ভ্রাতৃত্বের বন্ধন তৈরির জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, আব্দুল মমিন, লামাসানিয়া জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা জয়নাল আবদীন, দেলোয়ার হোসেন, আরব আলি, দোয়ারাবাজার উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম, রুস্তম আলী, নুর আলম মেম্বার, মাওলানা অলিউর রহমান, দোয়ারাবাজার সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব কামরুল ইসলাম, মাস্টার নুর আলম, মাওলানা নজরুল ইসলাম প্রমুখ। সংবর্ধিত অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার শফিকুল আলম এবং আক্তার হোসেন তাদের আবেগ এবং অনুভূতি তুলে ধরেন। সমাপনী বক্তব্যে সভাপতি জসিম উদ্দিন বলেন তাদের যুক্তরাজ্য গমনে সাফল্য ও উজ্জল ভবিষ্যত কামনা করি। মাওলানা আলী আহমদের মোনাজাতের মাধ্যমে পোগ্রামের সার্বিক কার্যক্রমের সমাপ্তি করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ