শিরোনাম
সাংবাদিকদের কাছে আমার কাজের যৌক্তিক সমালোচনা আশা করি: চসিক মেয়র ডা: শাহাদাত হোসেন টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেন ইমরুল । উন্নয়ন কর্মী ইয়াকুবের নদী দখল করে পিলার নির্মান,প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত তালায় ৩ দিন ব্যাপি কৃষি মেলা-২০২৪ এর উদ্বোধন লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে নিহত -৪ বাংলাদেশের সংকটে বারবার কান্ডারীর ভূমিকায় জিয়া পরিবার : মীর হেলাল গাজীপুরা পূর্বপাড়া বাইগারটেক  সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত। পাটগ্রামে আওয়ামী লীগ দুঃশাসনে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গণ মিছিল  সাধক আমিন ভাণ্ডারীর হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন তালায় বিআরডিবির মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণের নামে অর্থ আত্মসাৎতের অভিযোগ
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন

বেনাপোল এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রিপোটারের নাম / ১৭০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪

এইচটি বাংলা ডেস্ক: নির্বাচন বাতিলের দাবিতে বিএনপিসহ সমমনা দলের টানা দু’দিনের হরতালের আগে  শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস নামে যাত্রীবাহী ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একজন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন ২ জন। এছাড়া আহত হয়েছেন কয়েকজন। অপরদিকে ডেমরায় একটি বাসে আগুন এবং সেগুন বাগিচায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গোপীবাগে ট্রেনের আগুনে পুড়ে গেছে অন্ততঃ ৫টি কামরা। এতে নিহত হয়েছেন একজন। দগ্ধ হয়েছেন অন্ততঃ দু’জন। আরো আহত হবার আশঙ্কা রয়েছে। রাত সোয়া ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বগির আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলো ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি কমলাপুর আসছিল। কমলাপুর পৌঁছার কিছু আগে গোপীবাগ কাঁচাবাজারের কাছে ট্রেনটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ৯টা ৫ মিনিটে গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন লাগার সময় ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল। প্রত্যেক বগিতে যাত্রীও ছিলো। খবর পেয়ে সদর দপ্তরসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু এর আগেই ট্রেনটির ৫টি বগি পুড়ে যায়। ট্রেন থেকে নামতে গিয়ে দগ্ধ হয়ে একজন নিহত হন। তবে প্রাথমিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের উদ্ধারনকর্মীরা বলেছেন, আরো আহত কিংবা দগ্ধ হবার আঙ্কা রয়েেেছ। আগুন পুরোপুরি নির্বাপনের আগে সঠিক সংখ্যা তারা নিশ্চিত হতে পারছেন না। ফায়ারসার্ভিস আগুন লাগার কারণ ও নিশ্চিত করতে পারেনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে।

 

এদিকে রাত সোয়া ৯টার দিকে ডেমরার আমুলিয়ায এলাকায় রমজান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ডেমরার ফায়ার সার্ভিস স্টেশন থেকে ফায়ার কর্মীরা গিয়ে আগুন নিয়ন্থ্রণে আনে।
এর আগে রাজধানীর সেগুনবাগিচায় বারডেম-২ হাসপাতালের গলিতে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলাম বলেন, রাত সাড়ে ৮টার দিকে সেগুনবাগিচায় বারডেম-২ হাসপাতালের গলি থেকে কয়েকজন ঝটিকা মিছিল বের করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। পরে পালিয়ে যাওয়ার সময় তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ওই এলাকায় পুলিশের টহল টিম কাজ করছে বলে জানান আখতারুল ইসলাম।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ