রোববার (৭ জানুয়ারি) স্থানীয় সূত্রে প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) এম নিজামউদ্দিন লস্কর একতারা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬৯, ন্যাশনাল পিপলস পার্টির শেখ আবুল কালাম আম মার্কা নিয়ে ভোট পেয়েছেন ১৫১ ।
এছাড়াও গণফ্রন্টের সৈয়দা লিমা হাসান মাছ মার্কা নিয়ে ভোটে পেয়েছেন শূন্য, জাকের পার্টির গোলাপ ফুল মার্কা নিয়ে মাহাবুর মোল্যা ভোট পেয়েছেন শূন্য, বাংলাদেশ কংগ্রেসের মো. সাহিদুল ইসলাম (মিটু) ডাব প্রতীক নিয়ে শূন্য ভোট পেয়েছেন।
গোপালগঞ্জ-৩, আসন নম্বর ২১৭ টুঙ্গীপাড়া এবং কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত, মোট ভোট কেন্দ্র ১০৮।
মোট ভোটার ২৯০,২৯৭, পুরুষ ভোটার, ১৪৮,৬৯২ এবং নারী ভোটার ১৪১,৬০৪।