শিরোনাম
যুদ্ধ বিরতি নিয়ে ট্রাম্পের দাবিকে নাকচ করে দেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্বপ্ন পূরণে আর্থিক সহযোগিতা করলেন সৈয়দ হারুন ফাউন্ডেশন পোরশায় আওয়ামী লীগ সহসভাপতি সুদেব আটক আলহাজ্ব গোলাম কিবরিয়া  যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে প্রত্যাবর্তন, কমলগঞ্জে বিএনপির নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা ছাতকে উপজেলা নির্বাহী অফিসার’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত  মনোহরদী পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে আসাদুজ্জামান নূরের নাম ঘোষণা করলো জামায়াতে ইসলামী পাকিস্তানের সেনাপ্রধানকে প্রশংসায় ভাসিয়েছেন ইরানের সেনাপ্রধান দশ মাস পর ওবায়দুল কাদের প্রকাশ্যে এসে বর্তমান সরকারের সমালোচনা করছেন। আজ বিকালে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। রাজশাহীর বানেশ্বরে বৃক্ষ রোপন কর্মসূচি পালন 
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:২১ অপরাহ্ন

 

চুনারুঘাটের চান্দঁপুর চা বাগানে প্রীতি উরাং এর হত্যার দাবীতে মানববন্ধন।

রিপোটারের নাম / ৩১৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

 

 

বাবলু তন্তবায় দীপু , চুনারুঘাট ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দঁপুর চা বাগানে শিশু গৃহকর্মী প্রীতি উরাং(১৩) এর অস্বাভাবিক মৃত্যুতে বিকাল ৪ ঘটিকার সময় চা বাগান নারী শ্রমিক ও কিশোরী সংঘ, বেসরকারি সংস্থা শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা ব্রেকিং দ্য সাইলেন্স ও অক্সফ্যাম এর উদ্দ্যোগে দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তি দাবীর জন্য মানববন্ধন সভা আয়োজন করেছে।

মানববন্ধনে বক্তারা বলেন মৌলভীবাজার কমলগন্জ উপজেলার মিরতিঙ্গা চা বাগানের চা শ্রমিক সন্তান প্রীতি উরাং(১৫) পরিবারের অভাব অনটনের জন্য ঢাকা মোহাম্মদপুর শাজাহান রোডে দ্য ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক আসফাকুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজে নিয়োজিত ছিলেন। গত ৬’ই ফেব্রুয়ারি গৃহকর্মী প্রীতি উরাং দ্য ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক’ র বাসায় ৮ম তলা থেকে পড়ে মারা যায়। ৬ মাস পূর্বেই একই অবস্থায় বাসার ৮ম তলা থেকে আরেক গৃহকর্মী পড়ে মারা যায় বলেও উল্লেখ করা হয় । এ থেকে পরিষ্কার বুঝা যাচ্ছে গৃহকর্মী প্রীতি উরাং এর মৃত্যুর ঘটনা স্বাভাবিক নয়। বাংলাদেশ পুলিশ ও ঢাকা মোহাম্মাদপুর থানা প্রশাসন গৃহকর্মীর হত্যাকারী নির্বাহী সম্পাদক ও তার স্ত্রীকে দ্রুত গ্রেফতার করার জন্য ধন্যবাদ জানান। আমরা শিশুদের নিয়ে কাজ করব। শিশুদের গৃহকর্মী হিসেবে কাজে না নেওয়া। এভাবে অল্প বয়সে যেন আর কোন শিশু প্রাণহানি না হয়। প্রীতি উরাং এর পিতা মাতা তারা ঢাকাতে অবস্থান করে হাই কোর্টের মাধ্যমে মামলা করেছে। তারা পিতা মাতা কান্নায় জর্জরিত আজাহারি দেখে ঢাকাতে অবস্থানরত সাধারণ মানবিক মানুষ সবাই এগিয়ে এসেছে।

বক্তারা আরও বলেন গৃহকর্মী প্রীতি উরাং মামলা মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আমরা পারবো এর সভাপতি – সন্ধ্যা রানী ভৌমিক, বাংলাদেশ চা জনগোষ্ঠী ছাত্র যুব পরিষদ এর সভাপতি – উজ্জ্বল দাস পাইনকা, সাংবাদিক বাবলু তন্তুবায় দীপু, সাংবাদিক লিটন জাগ্রত নারী কিশোরী সংগঠনের সেক্রেটারি – মেরিনা আক্তার, পদ্মা বাউরী, সুকুসারী তাঁতী,উষা কর্মকার, সুমিতা রাজবংশী, সুমি ভৌমিক, নমিতা পাল মেডিকেল কর্মরত স্টাফ – বিচিত্র কর্মকার, প্রমূখ উপস্থিত ছিলেন।

আমরা পারবো সংগঠনের সভাপতি সন্ধ্যা রানী ভৌমিক বলেন, ” আমাদের দাবি প্রীতি উরাং এর মৃত্যুর বিচার চাই। মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে অপরাধীর উপযুক্ত শাস্তি,,।


এই ক্যাটাগরির আরো সংবাদ