শিরোনাম
বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাইশে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত ছাতক ইসলামিক সোসাইটি ইউকের নবনির্বাচিত নেতৃত্বকে বাংলাদেশ শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। সাতক্ষীরায় বদলি হয়ে আসছেন বিতর্কিত ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, ক্রীড়া অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের আয়োজনে ওয়ায়েজীনদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যবস্থাপনা সম্পাদক হলেন সিনিয়র রিপোর্টার মোঃ শামীম শাহরিয়ার পোরশার সোমনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

চুনারুঘাটের চান্দঁপুর চা বাগানে প্রীতি উরাং এর হত্যার দাবীতে মানববন্ধন।

রিপোটারের নাম / ৪০০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

 

 

বাবলু তন্তবায় দীপু , চুনারুঘাট ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দঁপুর চা বাগানে শিশু গৃহকর্মী প্রীতি উরাং(১৩) এর অস্বাভাবিক মৃত্যুতে বিকাল ৪ ঘটিকার সময় চা বাগান নারী শ্রমিক ও কিশোরী সংঘ, বেসরকারি সংস্থা শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা ব্রেকিং দ্য সাইলেন্স ও অক্সফ্যাম এর উদ্দ্যোগে দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তি দাবীর জন্য মানববন্ধন সভা আয়োজন করেছে।

মানববন্ধনে বক্তারা বলেন মৌলভীবাজার কমলগন্জ উপজেলার মিরতিঙ্গা চা বাগানের চা শ্রমিক সন্তান প্রীতি উরাং(১৫) পরিবারের অভাব অনটনের জন্য ঢাকা মোহাম্মদপুর শাজাহান রোডে দ্য ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক আসফাকুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজে নিয়োজিত ছিলেন। গত ৬’ই ফেব্রুয়ারি গৃহকর্মী প্রীতি উরাং দ্য ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক’ র বাসায় ৮ম তলা থেকে পড়ে মারা যায়। ৬ মাস পূর্বেই একই অবস্থায় বাসার ৮ম তলা থেকে আরেক গৃহকর্মী পড়ে মারা যায় বলেও উল্লেখ করা হয় । এ থেকে পরিষ্কার বুঝা যাচ্ছে গৃহকর্মী প্রীতি উরাং এর মৃত্যুর ঘটনা স্বাভাবিক নয়। বাংলাদেশ পুলিশ ও ঢাকা মোহাম্মাদপুর থানা প্রশাসন গৃহকর্মীর হত্যাকারী নির্বাহী সম্পাদক ও তার স্ত্রীকে দ্রুত গ্রেফতার করার জন্য ধন্যবাদ জানান। আমরা শিশুদের নিয়ে কাজ করব। শিশুদের গৃহকর্মী হিসেবে কাজে না নেওয়া। এভাবে অল্প বয়সে যেন আর কোন শিশু প্রাণহানি না হয়। প্রীতি উরাং এর পিতা মাতা তারা ঢাকাতে অবস্থান করে হাই কোর্টের মাধ্যমে মামলা করেছে। তারা পিতা মাতা কান্নায় জর্জরিত আজাহারি দেখে ঢাকাতে অবস্থানরত সাধারণ মানবিক মানুষ সবাই এগিয়ে এসেছে।

বক্তারা আরও বলেন গৃহকর্মী প্রীতি উরাং মামলা মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আমরা পারবো এর সভাপতি – সন্ধ্যা রানী ভৌমিক, বাংলাদেশ চা জনগোষ্ঠী ছাত্র যুব পরিষদ এর সভাপতি – উজ্জ্বল দাস পাইনকা, সাংবাদিক বাবলু তন্তুবায় দীপু, সাংবাদিক লিটন জাগ্রত নারী কিশোরী সংগঠনের সেক্রেটারি – মেরিনা আক্তার, পদ্মা বাউরী, সুকুসারী তাঁতী,উষা কর্মকার, সুমিতা রাজবংশী, সুমি ভৌমিক, নমিতা পাল মেডিকেল কর্মরত স্টাফ – বিচিত্র কর্মকার, প্রমূখ উপস্থিত ছিলেন।

আমরা পারবো সংগঠনের সভাপতি সন্ধ্যা রানী ভৌমিক বলেন, ” আমাদের দাবি প্রীতি উরাং এর মৃত্যুর বিচার চাই। মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে অপরাধীর উপযুক্ত শাস্তি,,।


এই ক্যাটাগরির আরো সংবাদ