শিরোনাম
রবীন্দ্রনাথ ঠাকুরের  মানবতাবাদ ও ভাববাদী দর্শন রাজশাহীর ২ সাবেক চেয়ারম্যানের দেশ ত্যাগে নিষেধ  বেপরোয়া কিশোর গ্যাং মরহুম দুলাল পুত্রের লেখাপড়ার দায়িত্ব নিলেন ‎সৈয়দ হারুন ফাউন্ডেশন  আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে চট্টগ্রাম বন্দরে তিন বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আসছে : আশিক চৌধুরী। তালায় ঐহিত্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত সেনাপ্রধানের সাথে সৌদি দূতাবাসের নবনিযুক্ত মিলিটারি অ্যাটাশে এর সৌজন্য সাক্ষাৎ মেধাবীদের সাইকেল উপহার দিলেন রাজশাহীর জেলা প্রশাসক দারুননাজাত গর্ভনিং বডির সদস্য কর্তৃক শিক্ষক লাঞ্ছিত, শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা জোর দিতে  নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

 

ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার দাখিল’১৫ ব্যাচের মিলনমেলা

লুৎফুর রহমান শাওন, ব্যুরো চীফ, সিলেটঃ / ৪৭০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

ছাতক প্রতিনিধিঃ

দাখিল পাশের দীর্ঘ ০৯ বছর পর “আমরাই বন্ধু বন্ধনে-১৫” ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার দাখিল-২০১৫ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার ( ১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাতক শহরের নিউ ক্যাফে কর্ণারে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। মিলনমেলার মূল আয়োজক ছিলেন,ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসা দাখিল ১৫ ব্যাচের বন্ধুরা।

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জালালিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ২০১৫ ব্যাচের প্রাক্তন ছাত্ররা এতে অংশ গ্রহণ করেন। গত ০৯ বছরের ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকার পাশাপাশি এবং বিদেশে অবস্থান করা এসব বন্ধুরা সামাজিক যোগাযোগের মাধ্যমে একে অপরকে খুঁজে বের করেন।
এই দীর্ঘ ০৯ বছরে দাখিল-১৫ ব্যাচের শিক্ষার্থীরা বিভিন্নজন নানা পেশায় দেশ বিদেশে চলে গেছেন। এদের মধ্যে অনেকে সাংবাদিক, ইমাম, কেউবা আবার শিক্ষক কিংবা ব্যবসায়ী। কেউ বা আবার প্রবাসী। কিন্তু “আমরাই বন্ধু বন্ধনে-১৫” এ শ্লোগানে সবাই যেন একাকার হয়ে যান। পরিচয় সবার যেন একটা সেটা হলো আমরা মাদ্রাসার জীবনের বন্ধু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মোঃ লুৎফুর রহমান চৌধুরী শাওন,সৈয়দ জামিল আহমদ,শাহ্ সালেহীন সৌরভ,মাছনুন চৌধুরী,লুকমান হোসেন তালুকদার,নাজিম উদ্দিন,তানভীর আহমদ জাকির,আব্দুল আহাদ,সুমন আহমদ তালুকদার,এস এম রিয়াজ, মইনুল ইসলাম, কবির আহমদ, অনিক আহমদ, মাহমুদুল হাসান মিছবাহ প্রমুখ।##


এই ক্যাটাগরির আরো সংবাদ