শিরোনাম
মরহুম দুলাল পুত্রের লেখাপড়ার দায়িত্ব নিলেন ‎সৈয়দ হারুন ফাউন্ডেশন  আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে চট্টগ্রাম বন্দরে তিন বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আসছে : আশিক চৌধুরী। তালায় ঐহিত্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত সেনাপ্রধানের সাথে সৌদি দূতাবাসের নবনিযুক্ত মিলিটারি অ্যাটাশে এর সৌজন্য সাক্ষাৎ মেধাবীদের সাইকেল উপহার দিলেন রাজশাহীর জেলা প্রশাসক দারুননাজাত গর্ভনিং বডির সদস্য কর্তৃক শিক্ষক লাঞ্ছিত, শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা জোর দিতে  নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। কমলগঞ্জে সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দলীয় প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ বিনা ওয়ারেন্টে চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরী গ্ৰেপ্তার । পাকিস্তানে হামলার কারণ ব্যাখ্যা দিলেন ভারতের পররাষ্ট্র সচিব
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

 

সাধক আমিন ভাণ্ডারীর হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

রিপোটারের নাম / ১৩১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

 

জহর হাসান সাগর, সাতক্ষীরা প্রতিনিধি : যশোরের অভয়নগরে বারান্দী গ্রামের সাধক মুহাঃ আমিন ভাণ্ডারীর হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন দক্ষিণাঞ্চল সাধু বাউল পরিষদ।

 

 

গতকাল বেলা ১১ টায় তালা প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেন দক্ষিণাঞ্চল সাধু বাউল পরিষদের সাধারণ সম্পাদক এস.এম সিরাজুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক সাধক মাসুদ শেখ ও  সাধক মোতাহার  মন্ডল,সদস্য ও নিহিতর পুত্র শাহনেওয়াজ ভান্ডারী, সদস্য শ্যাম গোসাই,সাধক কাজী আঃ রহমান,সাধক আঃ গফুর মোল্যা, সাধক খতম আলী ফকির প্রমূখ।

 

 

সম্মেলনে নিহতের পুত্র শাহনেওয়াজ বলেন, গত ২৯ অক্টোবর সাধক মুহাঃ আমিন ভান্ডারীর পৌত্র বোখারী মোড়ল(২৪)  এর কবুতর চুরি করেন হত্যার অভিযুক্ত ব্যক্তি আরিফুল মোড়ল(২৫)। চুরি করার সময় আমার পিতা সাধক আমিন ভান্ডারী দেখে ফেলেন ও প্রতিবাদ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে একই দিন রাত্র আনুমানিক সময় ৯.৪৫ দিকে একই এলাকার মৃত ফেদু মোড়লের পুত্র মিজানুর রহমান মোড়ল(৪৫) ও ইশারাত মোড়ল(৫৫),মিজানুর রহমান মোড়লের স্ত্রী মৌসুমি বেগম(৪৩),মোবারক মোড়লের পুত্র আরিফুর রহমান মোড়ল (২৫),আরিফুর রহমানের স্ত্রী হাবিবা বেগম(২০) দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে হামলা করে আমার পিতাকে হত্যা করে।

এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ জানান, একটি হত্যা মামলা রেকর্ড হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ