শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক, চট্টগ্রামে সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখায় ১১তম মৌসুমের তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন

তালায় জাতীয় শিশু কিশোর ফুল কুঁড়ি সূবর্ণ জয়ন্তী পালিত

রিপোটারের নাম / ৩২২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

 

জহর হাসান সাগর সাতক্ষীরা প্রতিনিধি : “পৃথিবী গড়ার আগে, সবার আগে নিজেকে গড়ো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুড়ি আসর এর সূবর্ণ জয়ন্তী উপলক্ষে শিশুকিশোর ও অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার(১৬ নভেম্বর) সকাল ১১ টায় তালা শিল্পকলা একাডেমীর হলরুমে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসর সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় তালা সরকারী কলেজের প্রভাষক মোহাম্মদ হাদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মোঃ রাসেল।

 

 

ফুলকুড়ি আসর সাতক্ষীরা জেলা শাখার সহকারী পরিচালক এস এম মুরাদুল হক এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফুলকুড়ি আসরের সমাজ সেবা সম্পাদক তাওহিদুল ইসলা।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম,তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাংবাদিক এমএ হাকিম, শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মমতাজ উদ্দীন, খুলনা মহানগর ফুলকুড়ি আসরের পরিচালক ইমরান হোসেন জাবীর, সাতক্ষীরা জেলা শাখার প্রাক্তন পরিচালক ইহসানুল মাহাবুব জুবায়ের, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন, তালা সরকারী ব্রজেন দে সরকারী বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী আবিদ হাসান। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক ও মেধার ভিত্তিতে মাইন্ড ম্যারাথন কুইজ প্রতিযোগীতায়, নয় ক্যাটাগরীতে ৫৩ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়।

 

 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শেখ মোঃ রাসেল বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তিনি সাতক্ষীরা জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুড়ি আসর এর সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ