শিরোনাম
সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ । বাক প্রতিবন্ধী ও হিজড়া জনগোষ্ঠীসহ শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন ইউএনও ডিপ্লোমেসি চাকমার মুসাব্বির কে হত্যা করায় জামালপুর জেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল  চন্দনাইশ কার-মাইক্রো ও হাইচ শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মো. তৌহিদ, সাধারণ সম্পাদক মো. সবুজ রাজশাহীতে বিজিবি ১ এর শীত বস্ত্র বিতরণ ৫৪ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা চ্যাম্পিয়ন ইসলামী আদর্শ বিদ্যানিকেতন এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সাতছড়ি চা বাগানে অসহায় চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

আনোয়ারায় ইয়াবা নিয়ে আটক নারী,পলাতক স্বামী

রিপোটারের নাম / ৩৪৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

 

বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম আনোয়ারায় ১৬০ পিচ ইয়াবা, ৪টি দেশীয় অস্ত্র (চাকু) ও নগদ ২ লক্ষ ৩৫ হাজার টাকা নিয়ে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

 

রবিবার (৯) ডিসেম্বর রাত সাড়ে ৮টায় উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন সেনাবাহিনী।

 

আটককৃত মোছাঃ রাবেয়া খাতুন (৬০) উপজেলা রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের মোঃ ইউনুসের স্ত্রী। স্বামী ও স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা সহ অনৈতিক কর্মকাণ্ড করে আসছে।

 

সেনাবাহিনী সুত্রে জানায়, নিজ বসতঘরে ইয়াবা বেচাকেনা করে আসছে স্বামী ও স্ত্রী। এমন অভিযোগ পেয়ে ওই গ্রামে অভিযান চালানো হয়। এসময় তাদের বসতঘর ঘেরাও করা হয়। টের পেয়ে মাদক ব্যবসায়ী মোঃ ইউছুপ পালিয়ে যায় এবং ইয়াবা ব্যবসার সাথে জড়িত তার স্ত্রীকে আটক করা হয়। পরে বাসা তল্লাশি করে ১৬০ পিচ ইয়াবা, ইয়াবা সেবন, ইয়াবা বিক্রয় এর সরঞ্জাম, দেশীয় অস্ত্র ৪টি (চাকু) এবং নগদ ২ লক্ষ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয় করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন জানান, সেনাবাহিনী কর্তৃক অভিযান চালিয়ে ইয়াবা, দেশীয় অস্ত্র এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ