শিরোনাম
চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের স্মরণে ২য় ধাপে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত আলিম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেলেন জামেয়া মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী সৈয়দা শাফেউল মাহশর শেফা সমরকন্দি বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাইশে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত ছাতক ইসলামিক সোসাইটি ইউকের নবনির্বাচিত নেতৃত্বকে বাংলাদেশ শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। সাতক্ষীরায় বদলি হয়ে আসছেন বিতর্কিত ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, ক্রীড়া অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের আয়োজনে ওয়ায়েজীনদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন

বিজয় দিবস উপলক্ষে সাড়া জাগানো সংগঠন “সারা আনোয়ারা” সাড়ে ৭.৫কিমি ম্যারাথন

রিপোটারের নাম / ২৩৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

 

আমজাদ হোসেন,বিশেষ প্রতিনিধি: সদ্য ভোরের আলো ফুটেছে। কুয়াশা ভেদ করে অল্প অল্প করে উঁকি দিচ্ছে সকালের সূর্য। এরই মধ্যে শীত আর কুয়াশাকে পাশ কাটিয়ে উপজেলার বৈরাগ ইউনিয়নে মোহাম্মদপুর মডেল স্টেডিয়ামে একে একে ভিড় জমিয়েছেন ১১টি ইউনিয়নে নানা বয়সী কিশোর ও যুবকরা।

 

বলছিলাম দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সাড়া জাগানো সংগঠন সারা আনোয়ারা’র বার্ষিক মিলন মেলা ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজনের কথা।

 

গত শুক্রবার সকাল ৭টায় উপজেলার বিভিন্ন শিক্ষা, সামাজিক মানবিক ও ক্রীড়া সংগঠনে ৪২৮ সদস্যদের অংশগ্রহণে শুরু হয় ৭.৫ কিলোমিটার বিজয় ম্যারাথন।ম্যারাথন’টি কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের চৌমুহনী গোলচত্ত্বর থেকে শুরু হয়ে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রদক্ষিণ করে আনোয়ারা মোহাম্মদপুর মাঠে গিয়ে শেষ হয়।

 

৭.৫ কিলোমিটার ক্যাটাগরিতে প্রথমস্থান বিজয়ী হয়েছেন আয়াত , দ্বিতীয় স্থান বিজয়ী হৃদয় এবং তৃতীয় স্থান করেছেন মোহাম্মদ তাইফ। এছাড়াও চতুর্থস্থানে জাহিদুল ইসলাম নয়ন, পঞ্চম স্থানে মোহাম্মদ রাশেদ।এছাড়াও আরও ০৫ জনসহ সর্বমোট ১০ জন ফিনিশারকে পুরস্কৃত করা হয়।এবং আনোয়ারার সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক মানবিক ও ক্রীড়ার ৫২টি সংগঠনকে সৌজন্য স্মারক প্রদান করা হয়।ম্যারাথনটিতে অংশগ্রহণকারীদের মাঝে ম্যাডেল এবং সংগঠনগুলোকে ক্রেস্ট প্রদান হয়৷

 

এর পরে সকাল ১০ টায় শুরু হয়- সারা আনোয়ারা মেয়ে সদস্যদের খেলাধূলা, হাড়ি ভাঙ্গা , মিউজিক্যাল চেয়ার ইত্যাদি।তারপর শুরু হয় সারা আনোয়ারা ছেলে সদস্যদের খেলাধুলা -মোরগ লড়াই , দড়ি টানাটানি , হাই জাম্প লং জাম্প, সারা আনোয়ারা বার্ষিক মিটিং ও সদস্য পরিচয়। জুমার নামাজ পর চলে মধ্যাহ্ন ভোজ। দুপুর – ৩ টায় শুরু হয় ফুটবল টুর্নামেন্ট।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সন্ধ্যার খানিকটা আগে চলে পুরস্কার বিতরণ এবং ফটোসেশন। সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশে ‘সারা আনোয়ারা’ বার্ষিক মিলন মেলা ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজনের আয়োজন সম্পন্ন করে সংগঠনটি।সবার অংশগ্রহণ আর প্রাণবন্ত উচ্ছ্বাসে জমে উঠে সামাজিক সংগঠন সারা আনোয়ারার বার্ষিক মিলন মেলা।

সংগঠনের প্রতিষ্ঠাতা আবদুল মালেক চৌধুরী সভাপতিত্বে শওকত মাহমুদ ও মিনহাজুল আবেদীন যৌথ সঞ্চলনায় এতে উপস্থিত ছিলেন, সাংবাদিক নুরুল ইসলাম (দৈনিক আজাদী),সাংবাদিক মোরশেদ হোসেন (দৈনিক প্রথম আলো),সাংবাদিক হুমায়ুন কবির শাহ সুমন(দৈনিক পূর্বকোণ),হিজবুল্লাহ মোঃ সোহেল(দৈনিক আজাদী অনলাইন ও বিজয় টিভি),সারা আনোয়ারার সহ-সভাপতি দ্রীপাল শীল,সাংবাদিক মহিউদ্দীন মনজুর, শহিদ চৌধুরী, মুহিদুল ইসলাম, মাসুদ করিম,ওমর ফারুক প্রমুখ।

 

অনুষ্ঠান শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা আবদুল মালেক চৌধুরী বলেন,কোন ধরনের স্পন্সর, কোন ধরনের ডোনার, বাইরের কারো সহযোগিতা ছাড়া আনোয়ারার অন্যতম সামাজিক সংগঠন সারা আনোয়ারা শুধুমাত্র নিজেদের সদস্যদের আর্থিক সহায়তায় বিভিন্ন ইভেন্ট করে যাচ্ছি। বিভিন্ন শিক্ষা, সামাজিক, মানবিক সামাজিক,ক্রীড়াবিদের ঐক্যবদ্ধ হওয়ার লক্ষে আমরা ম্যারাথন আয়োজন করেছি। আগামীতে আরও বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ