শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক, চট্টগ্রামে সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখায় ১১তম মৌসুমের তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন

সাতক্ষীরায় এক রাতে চার দোকানের মালামাল চুরি

রিপোটারের নাম / ২৪৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

 

 

জহর হাসান সাগর (সাতক্ষীরা প্রতিনিধি) : সাতক্ষীরার তালা বাজারে এক রাতে চারটি দোকানে মালামাল চুরি হয়েছে।

 

শনিবার (১৭ জানুয়ারী) দিবাগত রাতে তালা বাজারে আল-আমীন হোটেল নামক ইস্থান মোড়ে  এই চুরির ঘটনা ঘটে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্বাস টেলিকম, জনতা লন্ড্রী, ও লিটনের ফেন্সী টেলিম এর দোকানের পেছনের দরজা ভেঙ্গে এবং বিশিষ্ট মুদি ব্যবসায়ী আঃ হামিদ এর দোকানের উপরের টিনের চালের নাট স্কু কেটে দোকানে ঢুকে চোর চক্র বিভিন্ন জিনিস পত্র চুরি করে। এর ভেতরে  বিশ্বাস টেলিকম থেকে একটি পুরাতন ল্যাপটপ যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা এবং মুদি দোকান হতে  কয়েক হাজার টাকা নিয়ে যায়। উল্লেখ্য যে উক্ত টাকাগুলি ফকিরের রেখে যাওয়া গচ্ছিত ভিক্ষার টাকা ছিলো। চোরেরা আরও টাকা খোজার জন্য দোকানের মালপত্র তছনছ করে ফেলে  রেখে যায়।  এসময় চোর দোকান হতে কিছু খাওয়ার খাদ্য সামগ্রী  নিয়ে  দোকানের পিছনে গিয়ে কিছু খায় ও কিছু  ফেলে রেখে যায়।

 

এবিষয়ে মুদি দোকানদার আঃ হামিদ ও তার পুত্র মাসুম বিল্লাহ বলেন, আমরা প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ীতে যাই। এদিন সকালে দোকান  খুলে দোকানের ভেতর জিনিস পত্র এলোমেলো অবস্থায় দেখতে পাই এবং দোকানে ভিক্ষুকের গচ্ছিত কয়েক হাজার টাকা চোরেরা  চুরি করে নিয়ে যায় ।  বিশ্বাস টেলিকমের মালিক বলেন, আমার দোকানের পেছনের দরজা ভেঙ্গে দোকান এলামেলো করে একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায় যায়, অনুমানিক মূল্য ২০ হাজার টাকা।

 

এবিষয়ে তালা থানার অফিসার ইনচাজ শাহিনুর রহমান জানান , বিষয়টি শুনে সাথে সাথে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।  উক্ত সময়ে জামায়াতের জেলা নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ