শিরোনাম
সাতক্ষীরায় জালিয়াতি করে ১৮ বছর শিক্ষকতায় বহাল  অবশেষে সাতক্ষীরা সদর হাসপাতালে দৈনিক  ১২৫ টাকার পরিবর্তে ১৭৫ টাকার খাদ্য পথ্য গ্রহণের নির্দেশ  তারেক রহমান ৩১ দফা দিয়েছে হাসিনার মত স্বৈরাচার সরকার আর যাতে আসতে না পারে – ব্যারিষ্টার মীর হেলাল  গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৪ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। সাড়ে ৬০০ কোটি টাকার ডেমু ট্রেন নিলামে বিক্রির পরিকল্পনা  পরিবর্তন আনা হচ্ছে পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর পোশাকে। চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটির অনুমোদন পটিয়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা জিয়া ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। সোমবার ৪ দিনের সফরে  সুইজারল্যান্ডে যাচ্ছেন  প্রধান উপদেষ্টা।
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন

সাতক্ষীরায় এক রাতে চার দোকানের মালামাল চুরি

রিপোটারের নাম / ১২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

 

 

জহর হাসান সাগর (সাতক্ষীরা প্রতিনিধি) : সাতক্ষীরার তালা বাজারে এক রাতে চারটি দোকানে মালামাল চুরি হয়েছে।

 

শনিবার (১৭ জানুয়ারী) দিবাগত রাতে তালা বাজারে আল-আমীন হোটেল নামক ইস্থান মোড়ে  এই চুরির ঘটনা ঘটে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্বাস টেলিকম, জনতা লন্ড্রী, ও লিটনের ফেন্সী টেলিম এর দোকানের পেছনের দরজা ভেঙ্গে এবং বিশিষ্ট মুদি ব্যবসায়ী আঃ হামিদ এর দোকানের উপরের টিনের চালের নাট স্কু কেটে দোকানে ঢুকে চোর চক্র বিভিন্ন জিনিস পত্র চুরি করে। এর ভেতরে  বিশ্বাস টেলিকম থেকে একটি পুরাতন ল্যাপটপ যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা এবং মুদি দোকান হতে  কয়েক হাজার টাকা নিয়ে যায়। উল্লেখ্য যে উক্ত টাকাগুলি ফকিরের রেখে যাওয়া গচ্ছিত ভিক্ষার টাকা ছিলো। চোরেরা আরও টাকা খোজার জন্য দোকানের মালপত্র তছনছ করে ফেলে  রেখে যায়।  এসময় চোর দোকান হতে কিছু খাওয়ার খাদ্য সামগ্রী  নিয়ে  দোকানের পিছনে গিয়ে কিছু খায় ও কিছু  ফেলে রেখে যায়।

 

এবিষয়ে মুদি দোকানদার আঃ হামিদ ও তার পুত্র মাসুম বিল্লাহ বলেন, আমরা প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ীতে যাই। এদিন সকালে দোকান  খুলে দোকানের ভেতর জিনিস পত্র এলোমেলো অবস্থায় দেখতে পাই এবং দোকানে ভিক্ষুকের গচ্ছিত কয়েক হাজার টাকা চোরেরা  চুরি করে নিয়ে যায় ।  বিশ্বাস টেলিকমের মালিক বলেন, আমার দোকানের পেছনের দরজা ভেঙ্গে দোকান এলামেলো করে একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায় যায়, অনুমানিক মূল্য ২০ হাজার টাকা।

 

এবিষয়ে তালা থানার অফিসার ইনচাজ শাহিনুর রহমান জানান , বিষয়টি শুনে সাথে সাথে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।  উক্ত সময়ে জামায়াতের জেলা নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ