এইচটি বাংলা ডেস্ক : বিশ্ব সুন্নী আন্দোলন, ঢাকা মহানগর শাখার উদ্যেগে ইমামে আকবর ইমাম হুসাইন আলাইহিস সালামের শুভাগমন দিবস উপলক্ষে শোকরিয়া ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (৩রা ফেব্রুয়ারী) ঢাকা দরবার হলে অনুষ্ঠিত সালাতু সালাম মাহফিলে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এর প্রবর্তক- সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা।
এসময়, সত্য ও মানবতার ইমাম আল্লামা ইমাম হায়াত বলেন- আহলে রাসূলের বন্ধন ছাড়া প্রাণাধিক প্রিয়নবীর বন্ধন নেই- প্রাণাধিক প্রিয়নবীর বন্ধন ছাড়া আল্লাহতাআলার বন্ধন নেই, আহলে রাসলের গোলামিয়াত ছাড়া ঈমান নেই, ইসলাম নেই আহলে রাসুলের দুশমন মোয়াবিয়া এজিদ চক্রের দালাল মুসলিম নয়, ঈমানী জীবন মানেই আল্লাহ প্রাণাধিক প্রিয়নবীর উদ্দেশ্যে প্রাণপ্রিয় আহলে রাসুল কেন্দ্রিক খেলাফত ভিত্তিক জীবন