শিরোনাম
পোরশায় উপজেলা মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট।  রাজনৈতিক দলগুলো শিগগির সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে একটি ‘জুলাই সনদ’ সই করবে : প্রধান উপদেষ্টা  মহেশপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ছাতকে ফুটবল খেলায় শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১০ ছাতকে পৈতৃক সম্পত্তি দখল: প্রশাসনের হস্তক্ষেপ চান করুণাময় দাস চন্দনাইশ হাশিমপুরে গাউসিয়া শরীফ পরিচালনা কমিটির ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল ইসলামকে সুদৃঢ় করতে নফসের সঙ্গে জিহাদ করতে হবে- পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ) চট্টগ্রামে শুরু হলো যুব রেড ক্রিসেন্টের দুইদিনব্যাপী “১ম ফুটব্যাটেল টুর্নামেন্ট – ২০২৫” ৯ম তম ওফাত বার্ষিকী উপলক্ষে আজিমুশ্শান পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মাহফিল। বিএনপি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাত হাজারের বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

রাঙ্গাবালীতে সুদমুক্ত ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   

রিপোটারের নাম / ২৯০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

 

মোঃনয়ন ইসলাম মানজার , রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি : সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থার প্রচারে কাজ করা সুদমুক্ত ফাউন্ডেশনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছোটবাইশদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার কক্ষে আয়োজিত এ সভায় রাজনৈতিক বিশেষবর্গ, ইসলামী সংস্কৃতির , ব্যবসায়ী, সমাজকর্মী ও ছাত্রবৃন্দ অংশ নেন।

 

আলোচনা সভায় বক্তারা সুদমুক্ত অর্থনীতির গুরুত্ব ও তা বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সুদমুক্ত অর্থনীতি শুধু ধর্মীয় নয়, বরং ন্যায়সংগত ও মানবিক একটি পদ্ধতি, যা দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

ফাউন্ডেশনের সভাপতি মো. সাইফ আল ইমরান বলেন, “আমাদের লক্ষ্য হলো একটি ন্যায়সঙ্গত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, যেখানে সুদের শোষণমুক্ত আর্থিক লেনদেন নিশ্চিত হবে। এটি কেবলমাত্র একটি ধর্মীয় অনুশাসন নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্যও প্রয়োজনীয় একটি ব্যবস্থা।”

 

সভায় উপস্থিত ছিলেন কাউখালি জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সাজির হাওলা আকবারিয়া দাখিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সালাহউদ্দীন,গন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান টিটু, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান রাজিব, ডাঃমোঃমাসুম বিল্লাহ,ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ছাত্র নেতা হেলাল উদ্দিন,সেচ্ছাসেবক দলের নেতা আসাদ মাতুব্বর, মোঃ তাওফিক ইসলাম, মোঃতারেক মনোয়ার, এবং রাঙ্গাবালী উপজেলা সুদমুক্ত ফাউন্ডেশনের সভাপতি মোঃ সাইফ আল ইমরান, সাধারণ সম্পাদক মুন্সি ইমরান এবং বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ ও ছাত্রবৃন্দ ।

 

বক্তারা সুদবিহীন বিনিয়োগ ও ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির অর্থনৈতিক মুক্তির পথ তৈরির আহ্বান জানান। পাশাপাশি, সরকারের নীতিগত সহায়তা ও সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

 

আলোচনা শেষে বিভিন্ন অংশগ্রহণকারীরা সুদমুক্ত অর্থব্যবস্থার প্রসারের জন্য ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করেন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ