শিরোনাম
বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাইশে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত ছাতক ইসলামিক সোসাইটি ইউকের নবনির্বাচিত নেতৃত্বকে বাংলাদেশ শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। সাতক্ষীরায় বদলি হয়ে আসছেন বিতর্কিত ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, ক্রীড়া অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের আয়োজনে ওয়ায়েজীনদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যবস্থাপনা সম্পাদক হলেন সিনিয়র রিপোর্টার মোঃ শামীম শাহরিয়ার পোরশার সোমনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

বাঘমারা গ্রামের রাস্তা এখনো কাঁচা চরম দুর্ভোগে এলাকাবাসী, পাকাকরণের দাবি জোরালো

রিপোটারের নাম / ২১৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

 

মোঃ আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাঘমারা গ্রামের জনগণ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার। স্বাধীনতার পর থেকে এই গ্রামে কোনো পাকাঘাট রাস্তা নির্মিত না হওয়ায়, প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা কষ্ট করে কাদা মাড়িয়ে যাতায়াত করে। সবচেয়ে বিপাকে পড়েন ডেলিভারি রোগীসহ অন্যান্য অসুস্থ ব্যক্তি। এম্বুলেন্স ডাকা হলেও কাঁচা রাস্তার কারণে অনেক সময় তা গ্রামে প্রবেশ করতে পারে না। এতে করে রোগীর জীবন হুমকির মুখে পড়ে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ একাধিকবার আশ্বাস দিয়েছিলেন এই রাস্তাটি পাকাকরণ করা হবে। তবে নির্বাচনের পর আর কোনো খোঁজখবর মেলেনি। এলাকাবাসীর অভিযোগ, বিগত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা রাস্তাটির উন্নয়নের জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করেছেন।

 

এই বিষয়ে এলাকাবাসী একত্রিত হয়ে বলেন, “আমাদের একটাই দাবি— ইউএনও স্যারের মাধ্যমে যেন দ্রুত এই রাস্তাটি পাকাকরণ করা হয়। উন্নত যোগাযোগ ব্যবস্থা ছাড়া আমাদের জীবনে স্বস্তি আসবে না।”

 

বাঘমারা গ্রামের এই দীর্ঘদিনের সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছে এলাকার সাধারণ জনগণ।


এই ক্যাটাগরির আরো সংবাদ