শিরোনাম
ছাতকে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১৫ লুটপাটে থমথমে পরিবেশ, গ্রেফতার ৬ চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’ চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ক্লাব – পিসিআইইউ আয়োজিত। বোনের হাতে ফোঁটা নিলেন ভারতীয় ওয়েব মুভি “হয়তো তোমারই জন্য” র অভিনেতা ঋজু রায়  চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের স্মরণে ২য় ধাপে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত আলিম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেলেন জামেয়া মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী সৈয়দা শাফেউল মাহশর শেফা সমরকন্দি বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন

পোরশার জোড়া খুনের মূল আসামি নুরুননবী গ্রেফতার 

রিপোটারের নাম / ২০১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

 

মোঃ কামরুজ্জামান সরকার বাবু (নওগাঁ) প্রতিনিধিঃ পোরশার জোড়া খুনের আসমি গ্রেপ্তার, জানা গেছে সে গত এপ্রিলের চার তারিখে পোরশা পূর্ব বাড়ির নূর মোহাম্মদ (৪০) ও রেজিয়া খাতুন (৩৫) নামে দুইজনকে হত্যা করেন নুরনবী (৩০)।

আজ বিকালে হত্যাকারীকে এক মাস সাত দিন পরে টাঙ্গাইলের সখিপুর থেকে গ্রেপ্তার করে ঘটনাস্থলে আনা হয়।

পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের নির্দেশনায় তদন্ত কর্মকর্তা শাহ আলম গোপন সংবাদ এর ভিত্তিতে গ্রেপ্তার করে পোরশা ঘটনাস্থলে তাকে আনা হয়।

একাধিক জিজ্ঞাসা বাদে খুনি নুর নবী দুইজনকে কয়েক ভরি স্বর্ণ এবং কিছু টাকার লোভে খুন করেছেন বলে স্বীকার করেন।

নূর মোহাম্মদ নূরুন্নবীকে ধর্ম ছেলে বলে সম্পর্ক তৈরি করেছিলেন। এর সুবাদে তিনি এ বাড়িতে অবাধে যাওয়া আসা করতেন।

নূর নবীর আসল বাড়ি এ উপজেলার ঘাটনগর ইউনিয়নের বানমোহন তিতার পাড়া গ্রামে। তিনি বিভিন্ন পেশার সাথে জড়িত ছিলেন। পোরশা গবিরাকুড়ি গ্রামে তিনি বিবাহ করে বিগত ১০-১২ বছর ধরে এখানে বসবাস করতেন।

এ ব্যাপারে তার চাচাত ভাই কাউসার কামালের কাছে জানতে চাইলে তিনি বলেন।

হত্যাকারী কে নূর মোহাম্মদের বাড়িতে তদন্ত সাপেক্ষে নিয়ে আসা হয়।।

সংবাদ পেয়ে উৎসুক জনতা ও কাউসার কামাল ও তার ভাই ফজল আহমেদ এ রহস্যজনক হত্যাকারীর ফাঁসি দাবি করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ