শিরোনাম
পাটগ্রামে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়, আনোয়ারুল ইসলাম রাজু’র অংশগ্রহণ সাতক্ষীরা–১ আসনে নির্বাচনী উত্তাপ: মাঠে সক্রিয় জামায়াত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ পোরশায় মাসিক সমন্বয় সভা এবং বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।  চট্টগ্রামের কালুরঘাট এলাকায় পোশাক কারখানার গুদামে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায় ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট ইউনিট। সড়ক দুর্ঘটনায় পা হারানো আজিজুলকে হাসপাতালে রেখে চিকিৎসা অব্যাহত রাখার দাবি পরিবারের লালমনিরহাটে প্রেসফোর নির্বাচনে: সভাপতি সুমন, সম্পাদক দুলাল নির্বাচিত” ছাতকে সাংবাদিকদের দোয়া-মিলাদ মাহমুদ আলমের মায়ের রুহের মাগফিরাত কামনায় দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ছৈলা আফজলাবাদে জামায়াতে ইসলামী’র ওয়ার্ড সমাবেশ মনোহরদী-বেলাব আসনে জামায়াতের প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ!  পরিচ্ছন্নতায় সংকট, সেবায় প্রশ্ন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আলোচনায়
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

তালায় হামলা ও হুমকির প্রতিবাদে জীবনের নিরাপত্তা চেয়ে তুষার কান্তি হরির সংবাদ সম্মেলন 

রিপোটারের নাম / ২৪৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

 

জহর হাসান সাগর ,সাতক্ষীরা প্রতিনিধি : তালা উপজেলার ইসলামকাটি গ্রামের বাসিন্দা তুষার কান্তি হরি (৮৯) তার ও পরিবারের উপর বর্বর হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনেছেন একই গ্রামের পিযুষ কান্তি হরির বিরুদ্ধে।

শুক্রবার (৩০ মে) তালা উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

 

তুষার কান্তি হরি লিখিত বক্তব্যে জানান, গত ২৫ মে ২০২৫ বিকাল ৬টার দিকে পিযুষ কান্তি হরি ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে এবং অতর্কিতে হামলা চালায়। হামলায় পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের আঃ রউফ তার মুখমণ্ডলে আঘাত করে। তাকে রক্ষা করতে গেলে তার স্ত্রী গীতা রানী ও সেজো ভাইয়ের স্ত্রী বাসন্তিকেও মারধর করা হয়। এ সময় হামলাকারীদের মধ্যে ইসলামকাটি গ্রামের শামছুর রহমান, মিজানুর রহমান (মিনু), জামাল শেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জন ছিল বলে জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে তুষার কান্তি অভিযোগ করেন, হামলার সময় সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকির পাশাপাশি তাদের ভারত পাঠিয়ে দেওয়ার ভয় দেখায়। ঘটনাস্থলে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পূর্ব বিরোধের কারণ হিসেবে জমির দখল সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে উল্লেখ করেন তিনি।

 

তিনি আরও জানান, এ ঘটনায় তালা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১১৭৬, তারিখ ২৬/০৫/২০২৫) করা হয়েছে। ঘটনার পর স্থানীয় সাংবাদিকরা সংবাদ প্রকাশ করলে অভিযুক্ত পক্ষ থেকে সাংবাদিকদেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তুষার কান্তি।

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি এবং আমার ভাইপোর পরিবার কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। অথচ বিগত ও বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়েও পিযুষের মতো প্রভাবশালীরা আমাদের নির্যাতন করে যাচ্ছে।” তিনি দাবি করেন, ২০০৮ সালে পিযুষ তার সেজো ভাইয়ের ঘর দখল করে ও গাছের ডাল কাটাকে কেন্দ্র করে মিথ্যা মামলায় ফাঁসায় এবং হাজতে পাঠায়।

 

সংবাদ সম্মেলনে তুষার কান্তি হরি তার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ