শিরোনাম
রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী কর্মসূচি স্থগিত করে  পরীক্ষায় ফিরছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বিমান ভ্রমণে এই মুহূর্তে সক্ষম নন বেগম খালেদা জিয়া
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন

ছাতকে রাজস্ব আদায়ে এসিল্যান্ড মোঃ আবু নাছিরের সাফল্য

রিপোটারের নাম / ২০৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
Oplus_0

লুৎফুর রহমান শাওনঃ

সুনামগঞ্জ জেলার মধ্যে ভূমি উন্নয়কর (খাজনা) আদায়ে শ্রেষ্টত্ব অর্জন করেছে ছাতক উপজেলা ভূমি অফিস। ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে ৫০ লাখ টাকা বেশি রাজস্ব আদায় করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির।

ছাতক উপজেলা ভূমি অফিসের তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে সাধারণ ভূমি উন্নয়ন কর আদায় হয়েছিলো ১ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৩ শত ৩৫ টাকা। এদিকে ২০২৪-২৫ অর্থবছরে সাধারণ ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে ২ কোটি ২৮ লাখ ৫৯ হাজার ৬ শত ২৮ টাকা। সে হিসেবে গত ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে ২০২৪-২৫ অর্থ বছরে ৫০ লাখ টাকার বেশি ভূমি রাজস্ব আদায় হয়েছে। সাধারণ ভূমি উন্নয়ন করের দাবি ২ কোটি ২২ লাখ ৪০ হাজার ৯ শত ৮৩ টাকার বিপরীতে আদায় হয়েছে ২ কোটি ২৮ লাখ ৫৯ হাজার ৬ শত ২৮ টাকা যেখানে আদায়ের হার ১০২.৭৮ শতাংশ। সাধারণ আর সংস্থার ভূমি উন্নয়ন কর মিলিয়ে ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ২ কোটি ১৮ লাখ ২৪ হাজার ৯ শত ৪৭ টাকা যেখানে ২০২৪-২৫ অর্থ বছরে আদায় হয়েছে ২ কোটি ৫০ লাখ ১২ হাজার ৯ শত ৫৮ টাকা। সুনামগঞ্জ জেলার সকল উপজেলার মধ্যে ছাতক উপজেলার সমন্বিত ভূমি উন্নয়ন কর আদায় সর্বোচ্চ। ২য় স্থানে রয়েছে জগন্নাথপুর উপজেলা যেখানে সমন্বিত আদায় ২ কোটি ৯ লাখ ১৯ হাজার ৭ শত দশ টাকা।

ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির যোগদানের পর থেকেই সাধারণ জনগণকে স্বচ্ছ সেবা পৌছে দেয়ার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভূমি অফিসে সেবা নিতে আসা সকল নাগরিকদের তিনি হাসি মুখে সেবা দিয়ে যাচ্ছেন। কমেছে জনভোগান্তি আর বৃদ্ধি পেয়েছে সরকারী রাজস্ব ও জনসেবার মান। নিজ কর্মগুণে জয় করেছেন সাধারন মানুষের মন। সততা ও কর্মদক্ষতায় পাল্টে দিয়েছেন ছাতক উপজেলা ভূমি অফিসের কার্যক্রমের সার্বিক চিত্র। মানবিক সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও সাধারণ মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন তিনি।

ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উদ্দ্যোগে নিয়মিতভাবে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ভূমি উন্নয়ন কর পরিশোধের গুরুত্ব সম্পর্কে মানুষকে অবহিত করছেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির জানান, সুনামগঞ্জ জেলা প্রশাসকের সার্বিক দিকনির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার ছাতক এর সার্বিক তত্ত্বাবধানে আমরা শতভাগের উপরে ভূমি উন্নয়ন কর আদায় করেছি যা গত অর্থ বছরের তুলনায় প্রায় ৫০ লক্ষ টাকা বেশি। অত্র উপজেলার সকল সচেতন ও সম্মানিত নাগরিকবৃন্দের সহযোগিতায় এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এ সাফল্য। আশা করি রাজস্ব আদায়ের এ সাফল্যের ধরা অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ