শিরোনাম
চুয়েটে ইউআরপি বিভাগের “বিদায় ও বরণ” অনুষ্ঠান সম্পন্ন পরিবেশের ভারসাম্য সুরক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় আবুল বারকাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পরিবেশ বিপন্ন হলে মানবাধিকার বিপন্ন হবে : অ্যাটর্নি জেনারেল পোরশা উপজেলার অধিন গাংগুরিয়া থেকে কাদিপুর ১ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা।  ফেনীতে বন্যায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি । ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫২৬ তম সভা অনুষ্ঠিত হয়েছে। নেপালে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ জার্নালিস্ট কনফারেন্স থেকে প্রদত্ত সম্মাননা ক্রেস্ট ও উত্তরনিসমূহ সার্ক জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টারের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর । এইবার প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন : ইসি সানাউল্লাহ এস আলম গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের নামে সিঙ্গাপুরে থাকা ৬৪টি ব্যাংক হিসাব ও ১০ কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

 

সমাজসেবা কে বেগবান করতে সান্নিধ্য-Shannidhyo এর নতুন কমিটির বহি:প্রকাশ

রিপোটারের নাম / ৭৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

 

মো: রেজাউল মোস্তফা, চট্টগ্রাম প্রতিনিধি : বিদ্যালয়ের গন্ডি পার হয়ে সমাজের জন্য কিছু করার তীব্র আকাঙ্খা নিয়ে বিদ্যালয়ের ছোট ভাই, বন্ধু এবং বড় ভাইদের নিয়ে ভিন্ন এক পরিকল্পনার কথা মাথায় আসে সান্নিধ্য-Shannidhyo এর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল সোবহান রাহাত এর। তার-ই ধারাবাহিকতায় ধীরে ধীরে বাড়তে থাকে কাজের পরিধি, নিজ এলাকার গন্ডি পেরিয়ে গ্রামেগঞ্জেও প্রসারিত হয় মানবতার এই পথ। গত ৬ই জুলাই,২০২৫ সান্নিধ্য-Shannidhyo এর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল সোবহান রাহাত এর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে দীপ্ত বিশ্বাস কে সভাপতি এবং সাইমন নেহালি কে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ১৬ সদস্যবিশিষ্ট নবকমিটির বহিঃপ্রকাশ করা হয়। বাকি নির্বাচিত সদস্যবৃন্দ যথাক্রমে সহ-সভাপতি – দীপ্ত ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক – দিরু সিকদার, অর্থ সম্পাদক – জিসান দাশ, দপ্তর সম্পাদক – অরিজিৎ দাশ অরিন, প্রচার সম্পাদক – জাওয়াদুল আবেদিন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক – টিনা পালিত, চিকিৎসা বিষয়ক সম্পাদক – তন্ময় দে, ক্রিয়া ও ধর্ম বিষয়ক সম্পাদক – আলী আকসান, পরিবেশ বিষয়ক সম্পাদক – শ্রীকান্ত বিশ্বাস, প্রতিবন্ধী, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক – রিসিকা নাথ রিয়া, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক – রিদুয়ান শরীফ রাতুল, সাধারণ সদস্য – তাফিমুল আলম জোহান, তৎরিয়ান কবির চৌধুরী চিজান, হাবিবুর রহমান।

 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক তার সামাজিক মাধ্যমে উচ্ছ্বসিত একটি বার্তায় উল্লেখ করেন, সান্নিধ্য-Shannidhyo কাজ করে সমাজের সুবিধাবঞ্চিত এবং নি:স্ব মানুষদের নিয়ে। স্কুল ব্যাচের ভাই/বন্ধুদেরকে নিয়ে শুরু করা এ উদ্যোগকে সংগঠনে রুপ দেয় রাহাত ভাই। ভবিষ্যতে এ সংগঠনকে আরো বেগবান এবং কার্যকরী রেখে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার দৃঢ় প্রত্যয় নিচ্ছি ইনশাল্লাহ। তিনি বিশ্বাস রাখেন, সকলের সার্বিক প্রচেষ্টায় সমাজ তথা দেশের কল্যাণে একটি অবিস্মরণীয় নাম হবে সান্নিধ্য-Shannidhyo।


এই ক্যাটাগরির আরো সংবাদ