শিরোনাম
ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ । বাক প্রতিবন্ধী ও হিজড়া জনগোষ্ঠীসহ শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন ইউএনও ডিপ্লোমেসি চাকমার মুসাব্বির কে হত্যা করায় জামালপুর জেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল  চন্দনাইশ কার-মাইক্রো ও হাইচ শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মো. তৌহিদ, সাধারণ সম্পাদক মো. সবুজ
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন

পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ

রিপোটারের নাম / ৬৬৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

 

 

এইচটি বাংলা ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন।

 

বৃহস্পতিবার তিনি ব্যাংকের পগরিচালনা পর্ষদের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে।

 

এর আগে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২২ আগস্ট কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে।

 

নতুন পর্ষদে চেয়ারম্যান করা হয় ওবায়েদ উল্লাহ আল মাসুদকে। বিগত সরকারের সময়ে সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের সুপারিশে তাকে এ পদে নিযুক্ত করা হয়।

 

তবে চেয়ারম্যান হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসে। গত ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-এর দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ তাকে ডেকে পদত্যাগ করতে বলেন। তখন থেকেই তার পদত্যাগের বিষয়ে আলোচনা চলছিল। এদিকে, ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবায়দুর রহমানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।

 

সূত্র জানায়, পদত্যাগ না করে ওবায়েদ উল্লাহ আল মাসুদ বিভিন্ন পক্ষের সঙ্গে লবিং শুরু করেন। এরই মধ্যে গত ১৫ জুলাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করে। পরদিন ১৬ জুলাই বিএফআইইউ ইসলামী ব্যাংকে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গত আগস্ট থেকে এ পর্যন্ত ওবায়েদ উল্লাহ আল মাসুদ ব্যাংক থেকে কী কী সুবিধা নিয়েছেন, সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। বিশেষভাবে তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের ব্যয়ও খতিয়ে দেখা হয়—তিনি ওই সফরে ব্যাংকের অর্থ ব্যবহার করেছেন কিনা এবং করলে কোন খাতের নামে করেছেন, তা যাচাই করা হয়।

 

এছাড়া, জানা গেছে যে তিনি ওই সফরের বিষয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেননি, এমনকি বোর্ডে কোনো মেমোও উত্থাপন করেননি। কেবল মৌখিকভাবে জানানো হয়েছিল যে, তিনি যুক্তরাষ্ট্রে একটি আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে ক্রেডিট লাইন ইস্যুতে বৈঠক করবেন। তবে ব্যাংকিং নীতিমতে, এমন ধরনের বৈঠকে সাধারণত ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অংশ নেন, পর্ষদ নয়। পর্ষদের ভূমিকা থাকে নীতিনির্ধারণে, ব্যবস্থাপনায় নয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ