এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ শহরের কাছে একটি ইস্পাত কারখানায় একাধিক বিস্ফোরণে অন্তত একজন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন।
সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানাটির এক কর্মী নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে, তার সন্ধানে জরুরি বিভাগের উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন।
রয়টার্স জানায়, মোনঙ্গাহিলা নদীর তীরে ক্লেয়ারটন কোক ওয়ার্কসের বিস্তৃত শিল্প কমপ্লেক্সে স্থানীয় সময় সকাল ১১টার একটু আগে বিস্ফোরণগুলো ঘটে। দমকল কর্মীরা কারখানাটি থেকে বের হওয়া আগুনের শিখা ও ধোঁয়ার সঙ্গে লড়াই করে উদ্ধারকাজ চালায়।
ক্লেয়ারটন কোক ওয়ার্কস জাপানের নিপ্পন স্টিলের অধীন ইউএস স্টিলের একটি কারখানা।
প্রথমে দুইজন নিখোঁজ আছেন বলে জানানো হয়েছিল। পরে তাদের মধ্যে একজনকে পাওয়া যায়। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে অ্যালেগেনি কাউন্টি পুলিশের সহকারী সুপার ভিক্টর জোসেফ এক ব্রিফিংয়ে জানিয়েছেন। অপর ব্যক্তি এখনও নিখোঁজ আছেন।