শিরোনাম
সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাইশে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত ছাতক ইসলামিক সোসাইটি ইউকের নবনির্বাচিত নেতৃত্বকে বাংলাদেশ শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। সাতক্ষীরায় বদলি হয়ে আসছেন বিতর্কিত ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, ক্রীড়া অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের আয়োজনে ওয়ায়েজীনদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যবস্থাপনা সম্পাদক হলেন সিনিয়র রিপোর্টার মোঃ শামীম শাহরিয়ার পোরশার সোমনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী(ক.)’র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে বিনামূল্যে খতনা ক্যাম্প
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

রিপোটারের নাম / ২১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি: সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও খুনিদের ফাঁসির দাবিতে বগুড়ার শাজাহানপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশ নেন।

 

গতকাল (১৩ আগস্ট) বুধবার বেলা ১১টায় শাজাহানপুর প্রেস ক্লাবের আয়োজনে ঢাকা-রংপুর মহাসড়কের মাঝিড়া স্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়।

 

শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।

 

মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক সানোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণত সম্পাদক সজিবুল আলম সজীব, সাবেক সভাপতি সাজেদুর রহমান সবুজ, আতিকুর রহমান আতিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাইদুজ্জামান তারা, নজরুল ইসলাম মিলন, সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান মিঠু।

 

এসময় উপস্থিত ছিলেন মাঝিড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আলমগীর হোসেন আলম, পুলিশিং কমিটির সভাপতি জনাব রফিকুল ইসলাম রফিক, বিশিষ্ট হোটেল ব্যবসায়ী আব্দুল জব্বার, সাংবাদিক শাহিন আলম, সুচন্দন সরকার, শাহিন আলম, শফিকুল ইসলাম শফিক, রঞ্জু মিয়া, রিয়াজুল ইসলাম, মেজবাউল আলম, শাহ আলম, সরকার মুক্তা, মনজুরুল ইসলাম রিপন, জাকারিয়া, খাজা রতন, মিজানুর রহমান, নাজিরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক আনোয়ার, মহিউদ্দিন, শিবলু, সুজন, সবুজ, কাইয়ুম, মনোয়ার, যোবায়ের, শাকিলসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে ১৫ দিনের মধ্যে মামলার চার্জশিট জমা প্রধান করে সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দ্রুত বিচার কার্য শেষ করার ইঙ্গিত দেওয়া হয়। অন্যথায় সারাদেশে সাংবাদিকদের নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ