এফ আই রানা- লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে বালু উত্তোলন ও বিক্রির দ্বায়ে মো: সবুজ ইসলাম নামে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
১৯ আগস্ট মঙ্লবার সকাল ১১ টা ৩০ মিনিটে কুচলিবাড়ি ইউনিয়ন এর সিংগিমারি (ডাহাটি) নামক এলাকায় উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের নেতৃত্বে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারা লঙ্ঘন করে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের অপরাধে মোঃ সবুজ ইসলাম (৩০), পিতা: মো: সফিকুল ইসলাম, গ্রাম: মুন্সিরহাট, জগতবেড়, নামের এক ব্যক্তিকে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এসআই হামিদুর রহমান প্রধানের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ জানান,এরকম অভিযান চলমান থাকবে সেই সাথে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি ও খনিজ সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার।