শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক, চট্টগ্রামে সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখায় ১১তম মৌসুমের তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

কুমতলব নিয়েই টাকা বিলায় অনেক প্রার্থীরা, জনগণকে সতর্ক থাকতে হবে — মাওলানা মো. জাহাঙ্গীর আলম

রিপোটারের নাম / ৩৪১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদী উপজেলা লেবুতলা ইউনিয়নের শরীফপুর গ্রামে গতকাল বুধবার (২০ আগস্ট) বিকেলে স্থানীয় মহিলাদের নিয়ে জামায়াতে ইসলানীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী, নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনোহরদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম।

 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, “যদি সত্যিই কোনো প্রার্থী ভালো ও সৎ হন, তাহলে কেন ভোটের আগের দিন রাতে টাকা পাঠান, কেন শাড়ি পাঠান, কেন লুঙ্গি পাঠান? এর মানে হচ্ছে তাদের নিশ্চয়ই কোনো কুমতলব আছে। তারা নির্বাচনের আগ মুহূর্তে কয়েকশ টাকা খরচ করে চারপাশটা দখল করে নেয়, কিন্তু নির্বাচনের পর পাঁচ বছর ধরে জনগণের কাছ থেকে লাখ লাখ টাকা লুটে নেয়। এভাবে সাধারণ মানুষের ভোটাধিকারকে পণ করে ব্যক্তিস্বার্থ হাসিল করা আর চলতে দেওয়া যাবে না।

 

তিনি আরোও বলেন, টাকা দিয়ে ভোট কেনা মানে হচ্ছে জনগণের ইচ্ছাকে হত্যা করা।বাংলাদেশে আগামী প্রজন্মের জন্য একটি সৎ, স্বচ্ছ ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে জনগণকে এ ধরনের প্রলোভন থেকে বিরত থাকতে হবে এবং সচেতনতার সঙ্গে ভোট দিতে হবে।

 

বৈঠকে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা (উত্তর) জামাতের আমির মাওলানা ইকবাল হোসাইন, মনোহরদী উপজেলা উত্তর যুব বিভাগের সেক্রেটারি হাফেজ রুবেল কাগজী প্রমুখ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ