শিরোনাম
পোরশায় মাসিক সমন্বয় সভা এবং বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।  চট্টগ্রামের কালুরঘাট এলাকায় পোশাক কারখানার গুদামে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায় ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট ইউনিট। সড়ক দুর্ঘটনায় পা হারানো আজিজুলকে হাসপাতালে রেখে চিকিৎসা অব্যাহত রাখার দাবি পরিবারের লালমনিরহাটে প্রেসফোর নির্বাচনে: সভাপতি সুমন, সম্পাদক দুলাল নির্বাচিত” ছাতকে সাংবাদিকদের দোয়া-মিলাদ মাহমুদ আলমের মায়ের রুহের মাগফিরাত কামনায় দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ছৈলা আফজলাবাদে জামায়াতে ইসলামী’র ওয়ার্ড সমাবেশ মনোহরদী-বেলাব আসনে জামায়াতের প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ!  পরিচ্ছন্নতায় সংকট, সেবায় প্রশ্ন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আলোচনায় চন্দনাইশে সাতবাড়িয়াতে ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম রাহী’র লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচী আগামী ১৫ নভেম্বর
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন

পাঁচ গ্রামের মুরব্বিদের উদ্যোগে ছাতকে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ / ১৩৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের তাতিকোনা হাবিবউল্লাহ মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও পাঁচ গ্রামের মুরব্বিদের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার হলরুমে এ সভা শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে গত ১৬ জুন প্রধান শিক্ষক হাফিজ মোঃ আলী হোসেনের উপর দুষ্কৃতিকারীদের হামলা ও ১৯/২৫ ছাতক থানায় দায়ের করা মিথ্যা মামলার প্রেক্ষাপটে গ্রেফতারের ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরেন।

এরপর জামিনে মুক্ত হয়ে আসা প্রধান শিক্ষক হাফিজ মোঃ আলী হোসেন নিজেই ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, “একদল দুষ্কৃতকারী ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আমাকে পুলিশ দ্বারা গ্রেফতার করিয়েছিল। এতে আমি মারাত্মক বিব্রতকর অবস্থায় পড়ি। তবে আলহামদুলিল্লাহ, প্রশাসনের উদ্যোগে আইনানুগভাবে ডিএনএ পরীক্ষার মাধ্যমে আমি সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছি।”

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক জালালিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতিনিয়া-শহীদিয়া হুফফাজুল কুরআন পরিষদের সভাপতি হাফিজ মোঃ আব্দুল গফফার আল হাসান এবং সিরাজুম মুনিরা তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষক হাফেজ আবুল হোসাইন।

এছাড়া বক্তব্য রাখেন মিজানুর রহমান জাবেদ, গোলাম কিবরিয়া আজাদ, হাজী সফিক মিয়া, আয়না মিয়া, সামছুদ্দীন, খলিলুর রহমান মানিক, আকিল আলী, আঙ্গুর মিয়া, ফারুক মিয়া, ইর্শাদ আলী, আনফর আলী, দেলোয়ার হোসেন, সাকির আমিন, লালা মিয়া, আব্দুল কাদির, সরিফ উদ্দিন, সাইফুল আলম, নজরুল আলম তালুকদার, কামরুল ইসলাম তালুকদার, সাকিব মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, ডিএনএ পরীক্ষায় প্রধান শিক্ষক হাফিজ মোঃ আলী হোসেনের নির্দোষ প্রমাণিত হওয়া প্রমাণ করে তিনি একজন সৎ, নির্ভীক ও একনিষ্ঠ কুরআনের খাদিম। গত ১৩ বছর ধরে তাঁর নেতৃত্বে মাদরাসাটি ব্যাপক উন্নতি অর্জন করেছে এবং বর্তমানে এটি বৃহত্তর সিলেট অঞ্চলের অন্যতম খ্যাতনামা হিফজুল কুরআনের প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।

সভায় সর্বসম্মতিক্রমে পাঁচ গ্রামের মুরব্বিদের সমন্বয়ে একটি তদন্ত ও সালিশ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় এলাকার মুরব্বি, অভিভাবক ও সমাজের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। শেষ পর্যায়ে মাওলানা মোঃ আব্দুল আহাদ দোয়া পরিচালনা করেন এবং এর মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ