শিরোনাম
ছাতকে সাংবাদিকদের দোয়া-মিলাদ মাহমুদ আলমের মায়ের রুহের মাগফিরাত কামনায় দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ছৈলা আফজলাবাদে জামায়াতে ইসলামী’র ওয়ার্ড সমাবেশ মনোহরদী-বেলাব আসনে জামায়াতের প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ!  পরিচ্ছন্নতায় সংকট, সেবায় প্রশ্ন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আলোচনায় চন্দনাইশে সাতবাড়িয়াতে ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম রাহী’র লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচী আগামী ১৫ নভেম্বর ছাতক ওয়াপদা অফিসে অনিয়ম-দুর্নীতির মহোৎসব: ঘুষে চলছে বিদ্যুৎ বাণিজ্য! জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আহমদ নুর এরিক চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সংবাদ সারাবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মহেশপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। 
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

ছাতকে সাংবাদিকদের দোয়া-মিলাদ মাহমুদ আলমের মায়ের রুহের মাগফিরাত কামনায়

রিপোটারের নাম / ৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মোহনা টেলিভিশনের ছাতক উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাহমুদ আলমের শতবর্ষী মমতাময়ী মা হাসনা বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ছাতক পৌরসভার গনক্ষাই’য়ে তাঁর নিজ বাড়িতে সাংবাদিক সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আয়োজন সম্পন্ন হয়।

 

দোয়া ও মিলাদ পরিচালনা করেন দৈনিক ইনকিলাব ও শ্যামল সিলেটের ছাতক উপজেলা প্রতিনিধি কাজী রেজাউল করিম রেজা। তিনি বলেন, মরহুমা হাসনা বেগম ছিলেন সৎ, পরহেজগার ও সহজ-সরল একজন মানুষ। তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

এসময় ছাতকে কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ ও দৈনিক জৈন্তাবার্তার ছাতক উপজেলা প্রতিনিধি মোঃ মোশাররফ হোসেন, দৈনিক মানবকণ্ঠ ছাতক উপজেলা প্রতিনিধি এম এইচ খালেদ, দৈনিক প্রতিদিনের কাগজ ও এশিয়ান টেলিভিশনের ছাতক প্রতিনিধি মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, দৈনিক যায়যায়দিন ছাতক উপজেলা প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির, দৈনিক ভোরের চেতনা ছাতক উপজেলা প্রতিনিধি মোঃ ফজল উদ্দিন, দৈনিক সংগ্রাম ছাতক উপজেলা প্রতিনিধি মোঃ লুৎফুর রহমান শাওনসহ আরও অনেকে।

সাংবাদিকরা সম্মিলিতভাবে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, সহকর্মী মাহমুদ আলমের পরিবারের এই শোকের সময়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদের পাশে আছি।

 

দোয়া মাহফিল শেষে মরহুমার জীবনের নেক আমল, ত্যাগ ও মানবিকতার স্মৃতিচারণ করা হয় এবং পরিবারের প্রতি আল্লাহর রহমত ও ধৈর্য প্রার্থনা করা হয়।

 

উল্লেখ্য, দীর্ঘ নয় বছর লিভার ক্যান্সারে ভুগে গত ৮ নভেম্বর ভোর ৫টায় হাসনা বেগম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একই দিন দুপুর ২টায় ছাতক পৌরসভার ৪নং ওয়ার্ডের বায়তুন নাজাত জামে মসজিদ গনক্ষাই প্রাঙ্গণে জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ