শিরোনাম
কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বিশ্বজুড়ে সাইবার কেলেঙ্কারির আশঙ্কা করছেন বিশেষজ্ঞেরা। মনোহরদীর দৌলতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২ গ্রুপে গণসংযোগ অনুষ্ঠিত আমদানিকৃত পণ্যে কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের চার দিনের সরকারি সফরে আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা । পারভেজ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোতালিব হোসেন বরকতীর নেতৃত্বে মনোহরদীর দৌলতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসংযোগ অনুষ্ঠিত। দুদকের মামলায় রাজউক কর্মচারী মো.দেলোয়ার সিকদারকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আমাদের সংগ্রাম শেষ হয়নি: মির্জা ফখরুল চীনা ও ভারতীয় শিক্ষার্থীরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

 

বায়েজিদ বোস্তামীতে কিশোর গ্যাংয়ের হামলায় আওয়ামী লীগ নেতাসহ ২জন আহত

রিপোটারের নাম / ৩৩০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

 

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার ২ নং জালালাবাদ ওর্য়াড আওয়ামী লীগের আগামী ৬ই জুন সম্মোলনকে কেন্দ্র করে জসিম উদ্দিন পাঠোয়ারী ও মো. কাজী লিটন নামক দুজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা।
বুধবার ( ২৪ মে) সন্ধ্যা ৬ঘটিকায় বায়েজিদ বোস্তামী থানা এলাকার বাংলাবাজার গুলশান আবাসিকে ওঠার মুখে ব্রিজের পাশে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে স্থানীয়রা।আহত জসিম উদ্দিন পাঠোয়ারী ২ নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের ‘গ’ ইউনিটের দপ্তর সম্পাদক ও মো. লিটন জালালাবাদ ব্যাংক পাহাড় এলাকার বাসিন্দা।
দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান বলেন, দুজনকে কুপানোর ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেয়ার পর জানা যায়, গত সোমবার বায়েজিদ থানাধীন ২ নং জালালাবাদ ওর্য়াড আওয়ামী লীগের সম্মোলনের জন্য বায়েজিদ ক্যাফেতে সি ইউনিটের একটি প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। সেখানে জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ সি ইউনিটের দপ্তর সম্পাদক জসিম উদ্দিনকে কাউন্সিলর না করায় সভায় কথা কাটাকাটি হয়। আজ বুধবার চন্দ্রনগর এলাকায় সম্মোলনের বিষয়ে অপর একটি সভায় অংশগ্রহণ শেষে মোটর সাইকেল যোগে জসীম উদ্দীন পাটোয়ারী ও কাজী লিটন বাংলাবাজার গুলশান আবাসিকের সামনে পৌঁছালে বিরোধী পক্ষের কিশোর গ্যাং লিডার আল-আমিন ও আবু তাহের পূর্ব পরিকল্পিতভাবে মোটরসাইকেলে থাকা অবস্থায় জসীম এবং লিটনের উপর হামলা চালায়। তাদের দায়ের কোপে জসিম ও লিটন গুরুতর জখম হয়। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আহত জসিমের স্ত্রী রহিমা বেগম বলেন, আমার স্বামী মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে বাংলাবাজার এলাকার গুলশানের মুখে ব্রিজের ওপর তাল কাটার দা দিয়ে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে অতর্কিতভাবে কুপিয়েছে আল আমিন ও তাহেরসহ বেশ কয়েকজন। তখন আমরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য দ্রুত নিয়ে আসি। বর্তমানে সে মেডিকেলের ৭৯ নং ওয়ার্ডের ৫৪ নং বেডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ