শিরোনাম
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ। কালিহাতীতে ১১ বছরের শিশুর বাল্যবিবাহ ইউএনওর হস্তক্ষেপে বন্ধ চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: প্রধান নির্বাচন কমিশনার জার্মানির বিদায়ী রাষ্ট্রদূততের সাথে বেগম খালেদা জিয়া’র সৌজন্য সাক্ষাৎ পোরশায় জাতীয় ফল মেলা উদ্বোধন এনসিপি আগামী রোববার নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করবে। সারাদেশে আরও ১৫১ জন  ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন । পুলিশের সাবেক অতিরিক্ত অতিরিক্ত আইজিপি মো. ইকবাল বাহারকে আটক করেছে ডিবি । ইসরায়েলের ওপর নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।
রবিবার, ২২ জুন ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন

 

মাগুরা-১ আসনে বিজয়ী সাকিব

রিপোটারের নাম / ২৯৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : রাজনীতির মাঠে নিজের প্রথম পরীক্ষায় বাজিমাত সাকিব আল হাসানের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও স্থানীয় সূত্রে এই তথ্য জানা গেছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপর শুরু হয় ভোট গণনার কাজ।

স্থানীয় সূত্রমতে, মাগুরা-১ আসনের ১৫১টি কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্র থেকে ১ লাখ ১৯ হাজার ২০৮টি ভোট পেয়েছেন সাকিব। সাকিবের নিকটতম প্রার্থী বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব মার্কায় অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন পেয়েছেন ৪ হাজার ১২৮টি ভোট। হিসাব অনুযায়ী, বাকি কেন্দ্রগুলোতে আর কোনো ভোট না পেলেও হারার সম্ভাবনা নেই সাকিবের। 
 
মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসানসহ ডাব, লাঙ্গল, টেলিভিশন ও সোনালী আশ প্রতীকের মোট পাঁচজন প্রার্থী রয়েছেন। এই আসনে ১৫২টি ভোটকেন্দ্রে ৪ লাখ ৪৮৫ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৬২ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৯ হাজার ৬২১ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ