শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন

চন্দনাইশে ইউসিবি এজেন্ট ব্যাংকিং মুহুরীহাট আউটলেটের উদ্বোধন ও গ্রাহক মতবিনিময় সভা 

রিপোটারের নাম / ১১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

মুহাম্মদ আরফাত হোসেন: চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়াতে ইউসিবি ব্যাংক দোহাজারী শাখার আওতাধীন ইউসিবি এজেন্ট ব্যাংকিং মুহুরীহাট আউটলেটের শুভ উদ্বোধন ও গ্রাহক মতবিনিময় সভা ৩১ জুলাই (বুধবার) সকালে রহিমা ট্রেডিং এর স্বত্বাধিকারী মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউসিবি ব্যাংক দোহাজারী শাখার অপারেশন ম্যানেজার মো. নাছির উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন এজেন্ট ব্যাংকিং ডিভিশন চট্টগ্রামের জোনাল ম্যানেজার তৌহিদুল হাসান। ইউসিবি এজেন্ট ব্যাংকিং আউটলেট বাঁশখালী ও চন্দনাইশ ডিভিশনের ইনচার্জ মো. মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, কেশুয়া আউটলেটের স্বত্বাধিকারী মো. সাইমন রশিদ এলিশ, আলোচনায় অংশ নেন, সাতবাড়িয়া শাহ আমানত (রহ:) সিনিয়র মাদ্রাসার সুপার মাও. মাহমুদুল হক, সহ- সুপার মাও. আহমদ হোসেন জিহাদী প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ