মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে জনপ্রিয় হাজী বিরিয়ানী হাউজে পঁচা গরুর মাংস ফ্রিজে স্টোক করে রাখায় দোকান সিলগালা করা হয়েছে।
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিরিয়ানি হাউজ সিলগালা করেন ইউএনও ফজলুর রহমান।
ইউএনও অফিস সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাফিজুল হক অভিযান চালিয়ে ৩০ কেজি পঁচা গরুর মাংস উদ্ধার করে। এসময় হাজী বিরিয়ানী হাউজকে ৩০ হাজার টাকা জরিমানা এবং দোকান সিলগালা করে দেওয়া হয়।
এদিকে ১শত কেজি গন্ডারের মাংস উদ্ধার এবং এই মাংসে হাজী বিরিয়ানী তৈরি করা হয় বলে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান জানান, গন্ডারের মাংস উদ্ধারের বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন। হাজী বিরিয়ানি হাউজ ও হাজি কাচ্চি ঘর থেকে ৩০ কেজি পঁচা গরুর মাংস উদ্ধার করা হয়েছে। এর জন্য তাদের ৩০ হাজার টাকা জরিমানা এবং তিনটি দোকান সিলগালা করা হয়েছে ।