মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় উৎসব মুখর পরিবেশে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫/ পালিত হয়েছে নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে। এ উপলক্ষে ৩১ বার তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের একটি উন্নত মানের ছাতা পরিবেশন, সরকারি হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন এর মাধ্যমে কর্মদিবসের সমাপ্তি ঘটে। সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ আদনান এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা থানা অফিসার ইনচার্জ, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, উপজেলা, যুবউন্নয়ন কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, পল্লী বিদ্যুতায়ন সরাইগাছির ডিজিএম ও এ জি এম, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর প্রধান, শিক্ষা কর্মকর্তা মাধ্যমিক, শিক্ষা কর্মকর্তা প্রাথমিক, সমাজ সেবা কর্মকর্তা, আনসার ভিডিপির উপজেলা কর্মকর্তা, হিসাব রক্ষণ কর্মকর্তা, নিতপুর দাঃ সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাদক্ষ্যর সহ পুলিশ সদস্য বৃন্দ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিসের কর্মীর, শিক্ষার্থী বৃন্দ সাংবাদিক বৃন্দ প্রমুখ। অনুষ্ঠান টি উপস্থাপনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাঃ নাবিলা ফেরদৌস।