পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় ৪৫বিঘা ওয়াক্ফ সম্পত্তির বোরো ধান পুড়িয়ে নষ্ট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলার আল জামি’আতুল আরাবিয়া দারুল হিদায়াহ্ মাদ্রাসার (পোরশা বড় মাদ্রাসা) অফিস কক্ষে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন পোরশার আজিজ মোহাম্মদ শাহ্ ষ্টেটের (ইসি নং-১৩৩১) এর ওয়াক্ফ মোতয়াল্লী নজরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে মোতয়াল্লী নজরুল ইসলাম তার লিখিত বক্তব্যে বলেন, ১৯২১ইং সালের একটি দলিল মূলে ও জেএল নং-২১২ ও সিএস ৮০নং খতিয়ানে উপজেলার সুহাতী মৌজায় ১৪২.২৩একর ওয়াক্ফ জমি রয়েছে। ১৯২১সাল থেকে ওয়াক্ফ ষ্টেটের দায়িত্বপ্রাপ্ত মোতয়াল্লীগণ জমিগুলো দেখভাল করে এসেছেন। দলিলের শর্তমোতাবেক জমিগুলো থেকে আয় হওয়া অর্থ বিভিন্ন মাদ্রাসা ও মসজিদসহ ধর্মীয় কাজে ব্যায় করা হয়ে থাকে। কিন্তু হঠাৎ করে গত ২৬মার্চ রাতে সকলের অজান্তে সুহাতী মৌজায় ৪৫বিঘা জমিতে রোপণ করা বোরো ধানে বিষাক্ত কীটনাশন স্প্রে করে ধানগুলো মেরে ফেলে দুবর্ৃত্তরা। এতে ক্ষতির মুখে পড়ে বর্গা চাষী ও ওয়াক্ফ ষ্টেট।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আসএস খতিয়ানে ভুলবসত নামের গড়মিল থাকায় স্থানীয় কিছু ব্যাক্তি জমিগুলো তাদের দাবী করে আসছেন। ওয়াক্ফ ষ্টেটের পক্ষে আমরা আরএস খতিয়ান সংশোধনের জন্য আদালতে মামলা করেছি। মামলা এখনো চলমান রয়েছে বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আল জামি’আতুল আরাবিয়া দারুল হিদায়াহ্ মাদ্রাসার মহাপরিচালক আলহাজ্ব মাওলানা মো: আব্দুল্লাহ শাহ্ চৌধুরী, শিক্ষক মাওলানা মুফতি হারুন আর রশিদ, মাওলানা মো: আব্দুর রহিম শাহ্, মাওলানা মোকসেদ আলী প্রমুখ।