শিরোনাম
বিয়ে করেছেন ছোট পর্দার অভিনয়শিল্পী জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন।  ৪০টি দেশের প্রতিনিধি দল পরিদর্শন করেছেন চট্টগ্রাম কোরিয়ান ইপিজেডে । রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিকালে সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন পুলিশ হেডকোয়ার্টার্সে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গমন করলেন সেনা প্রধান ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশে ব্যবসা করার জন্য অনুমতি পেয়েছে ইসলামী ব্যাংকের এমডি কে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। মার্চে দেশের ইতিহাসে এক মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। গাজাবাসীর বিশ্বব্যাপী শান্তিপূর্ণ হরতাল পালনের আহ্বানের সাথে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের একাত্মতা প্রকাশ। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চিঠি দেওয়ার সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

পোরশায় ওয়াক্ফ সম্পত্তির বোরো ধান পুড়িয়ে মারার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোটারের নাম / ২৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

 

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় ৪৫বিঘা ওয়াক্ফ সম্পত্তির বোরো ধান পুড়িয়ে নষ্ট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলার আল জামি’আতুল আরাবিয়া দারুল হিদায়াহ্ মাদ্রাসার (পোরশা বড় মাদ্রাসা) অফিস কক্ষে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন পোরশার আজিজ মোহাম্মদ শাহ্ ষ্টেটের (ইসি নং-১৩৩১) এর ওয়াক্ফ মোতয়াল্লী নজরুল ইসলাম।

 

সংবাদ সম্মেলনে মোতয়াল্লী নজরুল ইসলাম তার লিখিত বক্তব্যে বলেন, ১৯২১ইং সালের একটি দলিল মূলে ও জেএল নং-২১২ ও সিএস ৮০নং খতিয়ানে উপজেলার সুহাতী মৌজায় ১৪২.২৩একর ওয়াক্ফ জমি রয়েছে। ১৯২১সাল থেকে ওয়াক্ফ ষ্টেটের দায়িত্বপ্রাপ্ত মোতয়াল্লীগণ জমিগুলো দেখভাল করে এসেছেন। দলিলের শর্তমোতাবেক জমিগুলো থেকে আয় হওয়া অর্থ বিভিন্ন মাদ্রাসা ও মসজিদসহ ধর্মীয় কাজে ব্যায় করা হয়ে থাকে।  কিন্তু হঠাৎ করে গত ২৬মার্চ রাতে সকলের অজান্তে সুহাতী মৌজায় ৪৫বিঘা জমিতে রোপণ করা বোরো ধানে বিষাক্ত কীটনাশন স্প্রে করে ধানগুলো মেরে ফেলে দুবর্ৃত্তরা। এতে ক্ষতির মুখে পড়ে বর্গা চাষী ও ওয়াক্ফ ষ্টেট।

 

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আসএস খতিয়ানে ভুলবসত নামের গড়মিল থাকায় স্থানীয় কিছু ব্যাক্তি জমিগুলো তাদের দাবী করে আসছেন। ওয়াক্ফ ষ্টেটের পক্ষে আমরা আরএস খতিয়ান সংশোধনের জন্য আদালতে মামলা করেছি। মামলা এখনো চলমান রয়েছে বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আল জামি’আতুল আরাবিয়া দারুল হিদায়াহ্ মাদ্রাসার মহাপরিচালক আলহাজ্ব মাওলানা মো: আব্দুল্লাহ শাহ্ চৌধুরী, শিক্ষক মাওলানা মুফতি হারুন আর রশিদ, মাওলানা মো: আব্দুর রহিম শাহ্, মাওলানা মোকসেদ আলী প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ