মোঃ কামরুজ্জামান সরকার বাবু , পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় প্রধান প্রধান সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও দুর্ঘ্যটনা রোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব মো. আরিফ আদনান। তিনি মঙ্গলবার সকাল থেকে পোরশা উপজেলার নিতপুর, সরাইগাছি মোড়, শিশা বাজার, তাইতোড় মোড়, সরাইগাছি-আড্ডা, সরাইগাছি-শিশা এবং সরাইগাছি সাপাহার সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালা করেন। এসময় তিনি অর্ধশতাধীক হেলমেট বিহীন ও বেপরোয়া মোটরসাইকেল চালককে মামলা এবং জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব মো. আরিফ আদনান জানান, মুসলিমদের পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দের দিনে কোন মা-বাবার কোল খালি হউক আমরা তা চাইনা। একই সাথে সকল যানবাহন সহ মোটরসাইকেল আরোহীরা যাতে নিরাপদে তাদের নিজ গন্তব্যে পৌঁছতে পারেন এই কারনে সচেতনতা বৃদ্ধি এবং যাবাহন চলাচলে নিয়ন্ত্রণ রাখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। আগাামীতে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।