মোঃ কামরুজ্জামান সরকার বাবু (নওগাঁ) প্রতিনিধিঃ পোরশার জোড়া খুনের আসমি গ্রেপ্তার, জানা গেছে সে গত এপ্রিলের চার তারিখে পোরশা পূর্ব বাড়ির নূর মোহাম্মদ (৪০) ও রেজিয়া খাতুন (৩৫) নামে দুইজনকে হত্যা করেন নুরনবী (৩০)।
আজ বিকালে হত্যাকারীকে এক মাস সাত দিন পরে টাঙ্গাইলের সখিপুর থেকে গ্রেপ্তার করে ঘটনাস্থলে আনা হয়।
পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের নির্দেশনায় তদন্ত কর্মকর্তা শাহ আলম গোপন সংবাদ এর ভিত্তিতে গ্রেপ্তার করে পোরশা ঘটনাস্থলে তাকে আনা হয়।
একাধিক জিজ্ঞাসা বাদে খুনি নুর নবী দুইজনকে কয়েক ভরি স্বর্ণ এবং কিছু টাকার লোভে খুন করেছেন বলে স্বীকার করেন।
নূর মোহাম্মদ নূরুন্নবীকে ধর্ম ছেলে বলে সম্পর্ক তৈরি করেছিলেন। এর সুবাদে তিনি এ বাড়িতে অবাধে যাওয়া আসা করতেন।
নূর নবীর আসল বাড়ি এ উপজেলার ঘাটনগর ইউনিয়নের বানমোহন তিতার পাড়া গ্রামে। তিনি বিভিন্ন পেশার সাথে জড়িত ছিলেন। পোরশা গবিরাকুড়ি গ্রামে তিনি বিবাহ করে বিগত ১০-১২ বছর ধরে এখানে বসবাস করতেন।
এ ব্যাপারে তার চাচাত ভাই কাউসার কামালের কাছে জানতে চাইলে তিনি বলেন।
হত্যাকারী কে নূর মোহাম্মদের বাড়িতে তদন্ত সাপেক্ষে নিয়ে আসা হয়।।
সংবাদ পেয়ে উৎসুক জনতা ও কাউসার কামাল ও তার ভাই ফজল আহমেদ এ রহস্যজনক হত্যাকারীর ফাঁসি দাবি করেন।