শিরোনাম
প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী কর্মসূচি স্থগিত করে  পরীক্ষায় ফিরছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বিমান ভ্রমণে এই মুহূর্তে সক্ষম নন বেগম খালেদা জিয়া পাটগ্রামের দহগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় মা -ছেলে আটক লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি‌হত বিশ্ব সাহিত্য কেন্দ্র চট্টগ্রাম মহানগর শাখার কলেজ কর্মসূচির উদ্বোধন ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত  আগামী নির্বাচনে জনগণ তাদের লাল কার্ড দেখাবে, চাঁদাবাজ ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে মাওলানা জাহাঙ্গীর আলম নগরফুল ও ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর উদ্যোগে পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, হেলথ ক্যাম্প ও পিঠা উৎসব অনুষ্ঠিত
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

ফেব্রুয়ারি বা এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচনের উপযুক্ত সময় : ড. শফিকুর রহমান

রিপোটারের নাম / ২৬৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দুটি সময় উপযুক্ত জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন,  দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে রোজা শুরু হওয়ার আগে ফেব্রুয়ারি মাস। আর যদি কোনো কারণে এই সময়ের ভেতরে সংস্কার ও বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে তাহলে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত নয়।

 

শনিবার সকালে রাজধানীর মগবাজারে দলটির জেলা ও মহানগরী আমির সম্মেলনে এ কথা বলেন ড. শফিকুর রহমান।

তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এখানে আমাদের দেশের আবহাওয়া ও কিছু পারিপার্শ্বিকতার ব্যাপার আছে। ফেব্রুয়ারির শেষ ও মার্চের শুরুতে রোজা থাকবে। এ সময়ে নির্বাচন সম্ভব হবে না।

জামায়াত জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে জানিয়ে শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে দল ও মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে জামায়াত। সংস্কার কাজে সরকারের সহযোগিতা করা হচ্ছে। তবে অনাকাঙ্ক্ষিত কিছু করলে তার প্রতিবাদ করা হবে।

জামায়াত আমির বলেন, অর্থপাচারের বিচার করতে হবে। পেশিশক্তি ও কালো টাকার প্রভাব থেকে মুক্ত করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এই পদ্ধতিতে অনেক দেশে নির্বাচন হয়।

তিনি বলেন, ৫ তারিখের (৫ আগস্ট) পর আহত ভাইবোনদের দাবি ছিল— রাজনৈতিক দলগুলো তাদের সহকর্মীদের সামাজিক অপকর্ম থেকে সুরক্ষা দিবে। কিন্তু দুঃখজনকভাবে এই কাজটি আমরা করতে পারিনি।

কোনো কোনো দল তাদের সহকর্মীদের বাধা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই জন্য যেখানে যাই শুনতে হয়— রেট আগের চেয়ে বেশি।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্য করে শফিকুর রহমান বলেন, মাঝে মাঝে সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত আচরণ করেন। এটা আমাদের বিস্মিত করে। তারা রাজনৈতিক বক্তব্য দেওয়ার চেষ্টা করেন। এ থেকে তাদের নিবৃত থাকতে হবে।

কোরআনের বিপক্ষে যায় এমন কোনো সুপারিশ জনগণ মানবে না মন্তব্য করে নারী সংস্কার কমিটি বাতিলের দাবি তোলেন তিনি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ